কলকাতা: বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। দুর্ঘটনায় মৃতের সংখ্য়া প্রায় ৩০০, আহত সংখ্য়াও ৯০০ ছাড়িয়েছে। এবার এই মানুষগুলোর পাশে দাঁড়াতে সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সনু সুদ। সম্প্রতি ইন্স্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তিনি ক্ষতিগ্রস্থ মানুষগুলোর  ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।



সনু সুদ জানিয়েছেন,  “আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় কোন পরিবারগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোক তাদের প্রিয়জনকে হারিয়েছে, অন্যরা গুরুতর আহত হয়েছে এবং তারা জানে না কিভাবে এই শোক কাটিয়ে উঠতে হবে।”


অভিনেতা জানান, তাঁর টিম সক্রিয়ভাবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে তারও চেষ্টা করা হচ্ছে।


আরও পড়ুন...


Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?


এর পাশাপাশি, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষার কথা বলেন। এই মর্মান্তিক ঘটনা যাতে শিশুগুলোর জীবন ও ভবিষ্যত নষ্ট করতে না পারে সেই চেষ্টা তিনি করছেন। কারণ এই শিশুগুলোর শিক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন।


দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পারিবারের পাশে দাঁড়াতে একটি হেল্পলাইন নম্বর চালু করলেন অভিনেতা।  9967567520 নম্বরে একটি এসএমএস পাঠানোর মাধ্যমে, ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ও সাহায্য় চাইতে পারবেন।


প্রসঙ্গত, এই ভয়াবহ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান একাধিক বলি সেলেবরা। ট্যুইটে শোকপ্রকাশ করেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), প্রমুখ, বিনোদন দুনিয়ার একাধিক তারকা। সমবেদনা জানান সনু সুদও।


সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন বলিউডের ভাইজান সলমন খান 'দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।'


দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, 'ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলি হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।'


শোকস্তব্ধ রণদীপ হুডা লেখেন, 'মর্মান্তিক দুর্ঘটনা! যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।'