মুম্বই: গুজব রটেছিল বলি তারকা সোনু সুদ (Sonu Sood) ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়ছেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন। 


তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু। 


 






বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুম্বই কংগ্রেস ২০২২ সালের বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের মুখ হিসেবে সোনু সুদ, রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমনকে চাইছেন। মুম্বই কংগ্রেস সচিব গণেশ যাদব আসন্ন নির্বাচনের জন্য একটি স্ট্র্যাটেজি নথির খসড়াও তৈরি করেছেন বলে জানায় ওই সংবাদ সংস্থা।


সোনু সুদের কাছে এক অনুরাগীর আবেদনে সাড়া অভিনেতার (Sonu Sood Reacts To Twitter User Who Asked Him For A Role)


'আর রাজকুমার' অভিনেতা এর আগেও অনুরাগীদের ট্যুইট বা অনুরোধে সাড়া দিয়ে মন জয় করেছেন। এবারেও তার অন্যথা হল না যখন এক নেটাগরিক তাঁর পরবর্তী ছবিতে একটি রোল (role) আবদার করেন। জবাবে অভিনেতা লেখেন, 'কিসি কি মদদ করনে সে বড়া কোই রোল নহি।' যার বাংলা মানে করলে দাঁড়ায়, 'কারও সাহায্য করার থেকে বড় কোনও রোল অর্থাৎ কাজ নেই, সেই কাজটা করলেই আপনার থেকে বড় কেউ নেই।'


 






সোনু সুদের আগামী কাজ (Sonu Sood’s Upcoming Films)


সোনু সুদকে এরপর অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ছবিতে দেখা যাবে।