কলকাতা :  আগামী সোমবার , ৩০ অগাস্ট জন্মাষ্টমী।  ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রতিবছর সারা দেশে ধূমধাম করে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। সেই সঙ্গে হইচই করে পালন করা হয় দহি হাণ্ডি উত্সব। কিন্তু ২০২০ থেকে বদলো গেছে ছবিটা। যে কোনও উত্সব পালনের ক্ষেত্রেই মেনে চলতে হবে করোনা বিধি নিষেধ। প্রতিবছরই  এই বিশেষ দিনটি উদযাপনের জন্য মানুষ নানারকম প্রস্তুতি নেয়। বাচ্চাদের সাজানো থেকে বাড়িতে নানারকম পদ রান্না করা, সবকিছুর পরিকল্পনা থাকে এই উত্সব ঘিরে। তবে প্রায় প্রতিটি বাড়িতেই বাচ্চাকে সাজানো হয় গোপালের সাজে। 


ঝাড়বাতি, প্রদীপ, নতুন অন্দরসজ্জা তো থাকেই। সেই সঙ্গে বাচ্চাদের গোপালের সাজে সাজিয়ে তোলার জন্য চলে তোরজোর। আর ইদানীং তো জন্মাষ্টমীতে বাড়ির বাচ্চাটিকে গোপাল সাজিয়ে  সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন প্রায় প্রত্যেকেই।এমনকী স্কুলেও শিশুদের কৃষ্ণ সাজানোর প্রতিযোগিতা হয়। তবে করোনার কারণে স্কুল বন্ধ, এই কারণেই এখন এই অনুষ্ঠানগুলি অনলাইনে উদযাপিত হচ্ছে।


এই বছর জন্মাষ্টমী ৩০ অগাস্ট।। যদি আপনার সন্তানকে কৃষ্ণ সাজাতে চান, তবে এই সহজ টিপসগুলো কাজে লাগতে পারে।  আপনি সহজেই আপনার বাচ্চাকে জন্মাষ্টমীর সাজের কম্পিটিশনের জন্য প্রস্তুত করতে পারেন। মনে রাখবেন - 



  • প্রথমত, শিশুদের জন্য হলুদ ধুতি দরকার। সঙ্গে পঞ্জাবি বা কুর্তা দরকার। হলুদ আর নীলের কম্বিনেশন কৃ্ষ্ণসাজের জন্য আদর্শ। এই সময় সহজেই মার্কেট থেকে পেয়ে যাবেন হলুদ ধুতি কুর্তা। কিনতে পারবেন অনলাইন বাজার থেকেও!

  • এছাড়াও, একটি সুন্দর মুকুট দরকার। মুকুট ছাড়া শিশুর সাজ অসম্পূর্ণ বলে মনে হয়। ময়ূরের পালক কিনতে ভুলবেন না। মুকুটে লাগিয়ে নিলেই ষোলকলা পূর্ণ। চাইলে বাড়িতেই বানিয়ে নিন মুকুট। 

  • একটি সুন্দর বাঁশি কিনুন, কারণ বাঁশি শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিচয়। বাঁশি ছাড়া কৃষ্ণের সাজ অসম্পূর্ণ।

  • আপনি যদি এই সাজ আরও সুন্দর করে তুলতে চান, তাহলে শিশুর গলায় পুঁতির মালা পরিয়ে দিন।

    আপনার বাচ্চাদের এইভাবে সাজিয়ে দিন ।

  • শিশুকে কৃষ্ণের মতো দেখানোর আগে তাদের ভালো করে স্নান করান। 

  • তারপর তাদের হলুদ রঙের কুর্তা ও ধুতি পরান।

  • নিখুঁত ছবির জন্য তাদের মুখে সামান্য প্রসাধন ব্যবহার করতে পারেন। চোখ টানা-টানা করে আঁকুন। কাজল পরাতেও পারেন। 

  • কপালে আঁকুল তিলক। 

  • গালে গোলাপি ব্লাশার লাগান। 

  • টুকটুকে লাল লিপস্টিক লাগান । তারপর মাথায় মুকুট এবং ময়ূরের পালক লাগান।

  • তারপর মালা লাগিয়ে হাতে বাঁশি দিন।

    এখন, আপনার সুন্দর ছোট কানহা প্রস্তুত।