কলকাতা: আজ ছিল, জিয়া খান মৃত্যুরহস্যের শুনানির দিন। জিয়া খান (Jiah Khan) মৃত্যুরহস্যে অভিনেত্রীর তৎকালীন প্রেমিক সূর্য পাঞ্চোলিকে (Suraj Pancholi) বেকসুর খালাস করেছে বিশেষ সিবিআই আদালত। এপ্রসঙ্গে সুরজ পাঞ্চোলি বলেছেন,'দীর্ঘ ১০ বছর বেদনাদায়ক বিনিদ্র রাত কাটিয়েছি। তবে আজ আমি কেবল আমার বিরুদ্ধে এই মামলাটি জিতেছি তা নয়, আমি আমার মর্যাদা এবং আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি। '
তিনি আরও বলেছেন, 'আমি আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি এত অল্প বয়সে যা পার করেছি, তা যেন কাউকে করতে না হয়। আমি জানি যে আমার জীবনের এই ১০ বছর আমি ফিরে পাব না, কিন্তু এই রায়ে আমি অত্য়ন্ত আনন্দিত। এই রায় আমার পরিবারেও শান্তি এনে দিয়েছে। এই পৃথিবীতে এই শান্তির চেয়ে বড় কিছু নেই।'
আরও পড়ুন...
Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
প্রসঙ্গত,আজকের রায়ের দিকে কার্যত চাতক পাখির মতোই তাকিয়ে বসেছিল জিয়ার পরিবার। এর আগে, অভিনেত্রীর পরিবারের তরফ থেকে সূর্য পাঞ্চোলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে একাধিকবার। কিন্তু আজকে আদালত রায়দানের সময় উল্লেখ করে, সূর্যর বিরুদ্ধে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। আর তাই, প্রমাণের অভাবেই বেকসুর খালাস করা হল সূর্য পাঞ্চোলিকে।
আরও পড়ুন...
Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের
এই রায় বেরনোর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দেন সূর্য। সেখানে লেখা, 'সত্যি সবসময় জিতে যায়'। বলা বাহুল্য, এই রায়দানে আপাতত স্বস্তিতে আদিত্য পাঞ্চোলি পুত্র ও তাঁর পরিবার। তবে এই রায় নিয়ে স্বভাবতই ক্ষোভপ্রকাশ করেছেন জিয়ার মা। রায়দানের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জিয়ার মা জ়ারিনা ওয়াহাব বলেছিলেন, '১০ বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি।' আর রায় বেরিয়ে যাওয়ার পরে জ়ারিনা বলেন, 'আদালত বলছে সূর্য নির্দোষ। তাহলে কেন মারা গেল আমার মেয়েটা। এটা সম্পূর্ণভাবে খুনের ঘটনা। আমি হাইকোর্টে মামলা করব।'
মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জিয়া। কেরিয়ারের গতি মন্দ ছিল না জিয়ার। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যু নড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন জিয়া। তবে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে বলা হয়, প্রেমিক সূর্য পাঞ্চোলির সঙ্গে লিভ ইন করতেন জিয়া। ২০১৩ সালের ৩ জুন মুম্বইতে সেই ফ্ল্য়াট থেকেই উদ্ধার হয় জিয়ার নিথর দেহ। ২০১২ সাল থেকেই সূর্যের সঙ্গে সম্পর্কে ছিলেন জিয়া।