মুম্বই : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিনেমাহল খোলার ঘোষণা করার পরই সবার প্রথমে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক রোহিত শেট্টি জানিয়েছিলেন যে, এবার অবশেষে তিনি 'সূর্যবংশী' ছবির মুক্তির দিন ঘোষণা করতে পারবেন। যদিও সেদিন মুক্তির দিন জানাননি। কিন্তু আভাস দিয়েছিলেন যে, চলতি বছর দীপাবলীতেই আসতে চলেছে মাল্টিস্টারার এই ছবি। আজ অবশেষে জানা গেল তারিখ। জানা গেল কবে থেকে সিনেমাহলে গিয়ে দেখতে পাবেন 'সূর্যবংশী'।
আরও পড়ুন - Aryan Khan: শাহরুখ-পুত্রকে দেওয়া হল কয়েদি নম্বর, খাওয়া খরচ বাবদ বাড়ি থেকে এল ৪৫০০ টাকা
বলিউডের একাধিক তাবড় অভিনেতাদের নিয়ে আসতে চলেছে রোহিত শেট্টির আগামী ছবি 'সূর্যবংশী'। যেখানে মূখ্য চরিত্রে থাকতে চলেছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফ প্রমুখরা। সারা দেশের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। অ্যাকশন ড্রামা 'সূর্যবংশী' নিয়ে উচ্ছ্বাস কম নয় দর্শকদেরও। ছবি মুক্তির আগে থেকেই তাঁরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে জানা গেল মুক্তির দিন। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার নিজের টুইটার হ্যান্ডলে ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে, আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
আরও পড়ুন - কবে মুক্তি পাবে সিদ্ধার্থ-শেহনাজ জুটির মিউজিক ভিডিও 'অধুরা'?
এদিন নিজের টুইটার হ্যান্ডলে অক্ষয় কুমার লেখেন, 'বিজ্ঞাপন বিরতি শেষ। এবার সিনেমা শুরু হওয়ার সময়। সূর্যবংশী মুক্তি পাচ্ছে চলতি বছর দীপাবলীতেই আপনার নিকটবর্তী সিনেমাহলে। আসুন। সবাই আমাদের সঙ্গে সেলিব্রেট করুন।' প্রসঙ্গত, এর আগেও 'সূর্যবংশী' ছবির মুক্তির কথা জানানো হলেও কোনও তারিখ প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন - Durga Puja 2021: নবমীতে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস, নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
আরও পড়ুন - 'জনমানবহীন মণ্ডপে চণ্ডীপাঠ শোনা, ম্যাজিকাল অভিজ্ঞতা', লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়