রম্যাণী মুখোপাধ্যায়,কলকাতা: শেষ দিনের শ্যুটিংয়ে আর কোন্দল নয়। গান হল একসঙ্গে। ফিরে দেখা হল স্মৃতির অ্যালবাম। ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’-এর মেকআপ রুমে একসঙ্গে আড্ডা দিল ধনা, শঙ্কর, মনসা আর ফুলি।


শেষ হতে চলেছে ‘সৌদামিনীর সংসার’। ধারাবাহিকের সেটে তাই মন খারাপের ছায়া। দীর্ঘদিনের টুকরো স্মৃতি থেকে আবার নতুন চরিত্রে দর্শকদের সামনে ফেরার উৎসাহ। ‘কোন্দল বাড়ির’ সদস্যদের কথায় উঠে এল নানা প্রসঙ্গ। সৌদামিনীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিলি আচার্য। শংকরের ভূমিকায় অভিনয় করেন অধিরাজ গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে কাহিনিতে নানা মোড় এসেছে। তাতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অরিন্দল বাগচী, সমতা দাস, বনি মুখোপাধ্যায়, প্রীতি বসু প্রমুখ।


ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ‘সৌদামিনীর সংসার’-এর শেষ শ্যুটিং হয়। ১২ ফেব্রুয়ারি পুরনো এই ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন ধারাবাহিক অবশ্যই শুরু হবে। তবে এখনও সে বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে নতুন ধারাবাহিক। সেকথাই শুধু জানানো হয়েছে। এদিকে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘রিমলি’। সারা দেশ যখন দিল্লির কৃষক আন্দোলন নিয়ে উত্তাল, সেই পরিস্থিতিতে এক কৃষক-কন্যার প্রতিবাদের কথা তুলে ধরবে এই ধারাবাহিক। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন টুম্পা পাল।