প্রকাশ সিনহা,  কলকাতা : মাপ-জোপের মানচিত্র বদল! এতদিন ধরে মানচিত্র বানানোর কাজ চলত মাঠে ময়দানে নেমে মাপ-জোপের মাধ্যমে, এবার থেকে অবশ্য সেটির ক্ষেত্রে নেওয়া হবে প্রযুক্তির সাহায্য। ড্রোন উড়িয়েই এবার থেকে হবে ম্যাপিংয়ের কাজ। এমনটাই জানিয়েছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন। সারা দেশের মানচিত্র তৈরি থেকে বিভিন্ন বিষয়, নিয়ে গবেষণা করে থাকে যে কেন্দ্রীয় সংস্থা।


মাঝে মাঝেই আকাশে আমরা ড্রোন দেখি। ড্রোন নজরে এলে মনে হয় চালানো হচ্ছে কোনও নজরদারির কিন্তু এবার সেই ড্রোনকেই একেবারে অন্য কাজে ব্যবহার করা হবে।  কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের ডিরেক্টর ডঃ তপতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডিজিট্যাল ম্যাপিং ইনোভেশন প্রোগ্রামে আমরা ম্যাপিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছি। এতদিন মাঠে-ময়দানে নেমে করতে হত ম্যাপিংয়ের কাজ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রত করতে হত, তাতে প্রচুর সময় নষ্ট হয়ে যেত, এবং সবসময় সঠিক তথ্য পাওয়া যেত এমনটা নয়।




ড্রোনের মাধ্যমে খুব কম সময়ে যাবতীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে আর প্রাপ্ত তথ্য প্রায় নির্ভুল বলেই জানান ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের ডিরেক্টর। তাঁর সংযোজন, ডিজিট্যাল ম্যাপিং প্রোগ্রামে পড়ুয়ারা বা যে কোনও ব্যক্তি  নিজের এলাকার তথ্য দিতে পারবেন, যা খতিয়ে দেখার পর প্রয়োজনে ম্যাপ মেকিং প্রোগামে সেই তথ্য আমরা ব্যবহার করি।


রাজ্যপাল জগদীপ ধনকর কলকাতার এক পাঁচতারা হোটেলে আইএনসিএ ইন্টারন্যাশনাল ইয়ুথ কংগ্রেসের উদ্বোধন করেন। তিনি বলেন, ছোটবেলা থেকে আমরা ভূগোলে মানচিত্র ব্যবহার করেছি। এখন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন সেটা ডিজিট্যালি সেটা তৈরি করছে। এই অনুষ্ঠানে একাধিক বিজ্ঞানী তাদের যাবতীয় রিসার্চ ওয়ার্কও পেশ করেন।