নয়াদিল্লি: আপাতত ইন্দোরে (Indore) শ্যুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। তবে কাজের ফাঁকে খানিক মজা তো করতেই হয়। কার আর একটানা কাজ করতে ভাল লাগে? তাই তো শ্যুটিংয়ের ফাঁকে সময় পেতেই এক বিশেষ কাজে মনোনিবেশ করলেন অভিনেতা। ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন ভিকি। অন্যান্য সদস্যদের সঙ্গে খেললেন ক্রিকেট (Cricket)।


বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন ক্রিকেট খেলার ছোট্ট একটা ভিডিও। ক্যাপশনে লিখলেন, 'সেটে খানিক সময় বের করে ক্রিকেট খেলার থেকে ভাল আর কিছু হয় না।' তার ব্যাটে বল ছোঁয়াতেই ছক্কা হাঁকালেন। রান নিয়ে বীরদর্পে ফিরে আসতে দেখা গেল অভিনেতাকে। সেটেরই কোনও ব্যক্তি সেই মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। অভিনেতাও মজার ছলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ভিডিও।




তার আগে ফাঁকা সময় কাটানোর আরও একটি ছবিও পোস্ট করেন অভিনেতা। শ্যুটিংয়ের প্যাক আপ হওয়ার পর খাবার ও সিনেমায় মন দিয়েছিলেন। 




ইন্দোরে এখন সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে শ্যুটিং সারছেন ভিকি কৌশল। ছবির নাম যদিও এখন ঠিক হয়নি। কিছুদিন আগেই বিয়ের এক মাস উদযাপন করতে ইন্দোরে পৌঁছন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। 


আরও পড়ুন: Bollywood Celebrity Updates: স্বামী জয় মেহতার জন্মদিনে কী বিশেষ উপহার দিলেন জুহি চাওলা?


কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেন বলি ডিভা ও ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফ। ছবিতে তাঁকে লাল রঙের একটি শার্ট পরে দেখা যাচ্ছে। সঙ্গে একগাল হাসি মুখে ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেন ক্যাটরিনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'ইন্দোরে ইন্ডোরে।' আর ক্যাটরিনার এই ক্যাপশনে দারুণ মজা পেয়েছেন আর এক অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনিও কমেন্টে লিখেছেন, 'ক্যাপশন কুল'। দুই অভিনেত্রীর কথপোকথনে মশগুল নেট দুনিয়া। ইন্দোরে ভিকির সঙ্গেই 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন ক্য়াটরিনা।