কলকাতা: জন্মদিন মানেই যেন কেক, বন্ধু-প্রিয়জনদের নিয়ে পার্টি আর জমকালো আয়োজন। কিন্তু, তিনি তো ছোটপর্দার 'মিঠাই' (Mithaai)। ধারাবাহিকে তাঁর চরিত্র ছিল কৃষ্ণভক্ত। ব্যক্তিগত জীবনেও যেন তাঁর মধ্যে বেঁচে রয়েছে 'মিঠাই'। আর তাই... জন্মদিনে তিনি পাড়ি দিলেন বৃন্দাবন। কেক নয়, প্রসাদ খেয়েই পালন করলেন জন্মদিন।
সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ইতিমধ্যেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। ছোটপর্দায় চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছেন, কাজ করেছেন বড়পর্দাতেও। তাও আবার দেব (Dev) -এর বিপরীতে। বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'প্রধান' (Pradhaan) ছবিটি। আগামীতেও একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে সৌমিতৃষার। ব্যস্ততা পেরিয়ে আপাতত পাড়ি দিয়েছেন বৃন্দাবন। বাবা-মায়ের সঙ্গে।
একাধিক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, তিনি বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। বাবা-মাই তাঁর অন্যতম সঙ্গী। অবসরে বাবা-মায়ের সঙ্গে বসে কফি খাওয়া, টিভি দেখা বা আড্ডা তাঁর ভীষণ প্রিয়। আর সেই দুই প্রিয় সঙ্গীকে নিয়েই সৌমিতৃষা বৃন্দাবনে গিয়েছেন। বিখ্যাত বাঁকে-বিহারী মন্দিরে দর্শন করেছেন, প্রসাদ খেয়েই পালন করেছেন জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সব ছবিও। ক্যাপশানে সৌমিতৃষা লিখেছেন, 'জন্মদিনে মাঘীপূর্নিমায় ব্রজভূমিতে , বাঁকে বিহারীজীর কাছে, ইস্কন মন্দিরে ,বৃন্দাবনের প্রেম গলিতে।'
সদ্য, একটি বিজ্ঞাপনী শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন সৌমিতৃষা। পায়ে আঘাত লেগেছিল তাঁর। সেই কারণে কয়েরদিন বাড়িতেই ছিলে সৌমিতৃষা। বিশ্রাম নিচ্ছিলেন। সুস্থ হওয়ার পরেই বাবা-মায়ের সঙ্গে বৃন্দাবনে গিয়েছেন তিনি। বাড়িতে সৌমিতৃষা ভীষণ আদুরে। তাঁর কথায়, 'বাইরে আমি ভীষণ খাটতে পারি। কিন্তু বাড়িতে এলেই সবটা ছেড়ে দিই বাবা-মায়ের ওপর। এমনকি জল খেতে হলেও, বোতলটা বাবাকে এগিয়ে দিতে বলি। বাবাই আমার জন্য ফলের রস করে রাখেন রোজ। মায়ের হাতের রান্না তো বটেই, খাওয়াটাও মা খাইয়ে দিলে আমার ভাল হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।