কলকাতা: ফের একবার চর্চার কেন্দ্রে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ফের এবার চর্চার কেন্দ্রে সৌমিতৃষা আর তাঁর প্রিয় বন্ধু সায়ক। 'মিঠাই' (Mithaai) ধারাবাহিকে কাজ করার সময় সৌমিতৃষা আর সায়কের বন্ধুত্ব ছিল নজরকাড়া। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যেত তাঁদের। কিন্তু এখন দীর্ঘদিন একসঙ্গে দেখা যায় না সৌমিতৃষা আর সায়ককে। শোনা যায়, তাঁদের বন্ধুত্বে নাকি চিড় ধরেছে। একে অপরের সঙ্গে প্রায় কথাও বলেন না তাঁরা। তবে সদ্য সায়কের নতুন একটি পোস্ট উস্কে দিল বিতর্ক। 


সদ্য সায়ক সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'টাকা পয়সা, খ্যাতি মানুষকে বদলে দেয়। যে মানুষগুলো কখনও বদলাবে না, তাঁরা হল পরিবার। অনেকেই বন্ধুদের জন্য পরিবারকে অবহেলা করেন, কিন্তু বিশ্বাস করো, যখন তোমার সবচেয়ে বড় ক্রাইসিস হবে, তখন ১০ জন বন্ধুদের মধ্যে ১-২ জন আর পরিবার ছাড়া কাউকে পাবে না। আমিও অনেক করেছি বন্ধুদের জন্য কিন্তু শেষমেষ ওরাও তো মানুষ। খ্যাতি আর ফলোয়ার্স পেয়ে চোখের সামনে বদলে যেতে দেখেছি। দেখেছি বাইরের লোকের কথায় বিশ্বাস করে, সব থেকে কাছের বন্ধুকে ছেড়ে দিতে। তাই ২৯ বছরে এসে বুঝেছি পরিবার ছাড়া সব কিছুই সাময়িক।'


সায়কের এই পোস্টে সৌমিতৃষাকে ইঙ্গিত করে অনন্যা গুহ লিখেছেন, 'কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল নাকি রে'? সেই কমেন্টে ব্যাজার মুখের ইমোজি দিয়েছেন সায়ক। এরপরে আরও এক নেটাগরিক সৌমিকৃষার হয়ে মন্তব্য করলেও তা বর্তমানে নেই। নেটাগরিকদের অনুমান, এই কথোপকথন সৌমিতৃষাকে উদ্দেশ্য করেই। তবে সৌমিতৃষা অবশ্য এসবের থেকে অনেক দূরে। তিনি ব্য়স্ত নিজের জীবন নিয়েই। কখনও তিনি গাড়িতে আইসক্রিম খাওয়ার ছবি দিচ্ছেন তো কখনও আবার কোথাও ঘুরতে গিয়ে ছবি দিচ্ছেন। তবে দীর্ঘদিন ধরেই যে সায়ক আর সৌমিতৃষার সম্পর্কে চিড় ধরেছে একথা সত্যি। একটা সময় সায়কের ভ্লগে নিয়মিত দেখা যেত তাঁকে। এখন আর দুই বন্ধুকে একসঙ্গে দেখাই যায় না।


 


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: মঞ্চ থেকে শুরু করে অ্যালবাম রিলিজ়.. রাজনীতির বাইরে বুদ্ধবাবুর কথায় শঙ্কর, চন্দন, বাবুল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।