প্যারিস: ২০২৪ অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের পদকজয়ের সবথেকে বড় আশা ছিলেন তিনি। তবে টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) এবারে সোনা জিততে পারেননি। ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েই সন্তুষ্ট হতে হয়েছে তাঁক। নীরজের ছয়টি থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল হয়। অনেকেই মনে করছেন নীরজ প্যারিসে নিজের সেরাটা দিতে পারেননি।


নীরজ জানান তিনি চোট নিয়েই বিগত কয়েক বছর ধরে খেলা চালিয়ে যাচ্ছেন। নিজের টেকনিকের দিকে নজর দিতে পারছেন না। তিনি বলেন, 'আমি আমার দলের সকলের সঙ্গে কথা বলে প্রয়োজনমতো একটা সিদ্ধান্ত নেব। আমার শরীরের যা পরিস্থিত, সেই নিয়েই নিজেকে টানছি। আজকের থ্রোটা ভাল ছিল। তবে আমার মধ্যে আরও অনেক দক্ষতা রয়েছে। তবে তার জন্য আমার নিজেকে ফিট রাখা প্রয়োজন। আমি ভেবেছিলাম আমি (আর্শাদের থ্রো) পার করে দেব। সেই আত্মবিশ্বাসটা ছিল। এই চোট নিয়েই তো আমি ৮৯.৯৪ মিটার (নিজের সেরা) থ্রো করেছিলাম। তবে আমার চোটের দিকেই তো আমার আধা মনসংযোগ চলে যায়। প্রয়োজন টেকনিকে নজর দেওয়া, তার বদলে আমায় চোটের কথা মাথায় রাখতে হচ্ছে।'


এই চোটের কারণেই ২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারেননি তিনি। বছরের শুরুতেও চোটে ভুগছিলেন তিনি। তবে এবার তাঁকে কোনও এক সিদ্ধান্তে আসতেই হবে বলে ধারণা নীরজের। পাশাপাশি ভবিষ্যতে এই চোট সারলে যে তিনি আরও দূরে জ্যাভলিন ছুড়তে পারবেন, সেই বিষয়েও আশাবাদী তারকা ভারতীয় অ্যাথলিট। 'এই চোটটা আমায় খুব ভোগাচ্ছে। ডাক্তাররা তো গত বছরই আমায় অস্ত্রোপ্রচার করাতে বলেছিলেন। তবে আমি এই নিয়েই টানছি। হ্যাঁ, চোটের ওপর কাজকর্ম করেছি। তবে এবার বড় কোনও সিদ্ধান্ত নিতেই হবে। পদক জেতাটা আলাদা বিষয়। তবে যতটা দূরত্বে আমি থ্রো করতে সক্ষম, ততটা হচ্ছে না। ২০১৮ এশিয়ান গেমসে ৮৮ মিটার থ্রোয়ের পর মনে হয়েছিল আমার মধ্যে এর থেকে বড় থ্রো করার দক্ষতা রয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই সেটা করব।' বলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্যারিসে রুপো নীরজ চোপড়ার, অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা পাকিস্তানের আর্শাদের