Scarf Washing And Maintenance Tips: রোদের মধ্যে রোজই বেরোতে হয়। এই অবস্থায় ত্বকের বারোটা বেজে যাওয়াই স্বাভাবিক। ত্বকের সেই শোচনীয় পরিনতি আটকাতেই দরকার স্কার্ফ। অনেকেই এখন মুখ স্কার্ফে ঢেকে যাতায়াত করেন। স্কার্ফ ভাল করে মুখে জড়িয়ে নিলে আর ধুলোবালি মুখে ঢোকার ভয় থাকে না। পাশাপাশি রোদের তেজ থেকে ত্বককে বাঁচানো যায় না। স্কিনে ট্যান পড়ে না। কিন্তু এসব তো স্কার্ফের গুণের দিক। স্কার্ফ থেকে কিছু সমস্যাও হতে পারে। তাই স্কার্ফের ঠিকমতো যত্ন নেওয়া জরুরি। বিশদে জেনে নেওয়া যাক।
স্কার্ফে কী কী উপকার ?
- স্কার্ফ ত্বককে ট্যানের হাত থেকে বাঁচায়।
- ত্বকে ধুলোবালি জমতে দেয় না।
- অয়েলি স্কিন হলে আর ত্বকের ছিদ্রে ধুলোবালি জমলে ত্বকের সমস্যা বেড়ে যায়। তার থেকে রেহাই দেয়।
- ধুলোবালি নাকেও ঢুকতে পারে। তার থেকে রেহাই দেয় স্কার্ফ।
স্কার্ফ থেকে বিপদের আশঙ্কা
স্কার্ফ থেকে নানা সুবিধা যেমন পাওয়া যায়, তেমনই নানা অসুবিধাও রয়েছে এর।
- স্কার্ফ পরার সময় সতর্ক না থাকলে এর ধুলোবালি কিন্তু মুখে লাগতে পারে। ধরা যাক, আগের দিন যেদিকটা বাইরের দিকে ছিল, কাজে বেরোনোর তাড়ায় আজ সেইদিকটা ভিতরে রেখেছেন। এতে ত্বকের সমস্যা কমার বদলে বেড়ে যাবে।
- ধুলোবালি নাকে ঢুকে অ্যালার্জি হতে পারে।
- নিয়মিত স্কার্ফ ধোওয়ার সময় হয়তো করে ওঠা মুশকিল। কিন্তু এর জেরে ধুলোবালি থেকেই যায়। যা ত্বকের ক্ষতি করে।
- স্কার্ফের কাপড় কেমন কিনছেন, সেটাও দেখা জরুরি। ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ হলে স্কার্ফ থেকে ত্বকের নানা সমস্যা হতে পারে।
স্কার্ফ ধোওয়ার টিপস
- প্রথমে ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন স্কার্ফ।
- সিল্কের স্কার্ফ হলে তেমন ডিটারজেন্ট জলে গুলে নিন।
- পাঁচ মিনিট অন্তত ভিজিয়ে রাখার পর ভাল করে ঘষুন।
- স্কার্ফের সঙ্গে স্কার্ফ ঘষতে হবে। অন্যকিছু দিয়ে স্কার্ফ না ঘষাই ভাল।
- এবার সাধারণ জলে ডুবিয়ে ধুয়ে নিন।
- খুব বেশি দূষণ রয়েছে এমন এলাকায় যাতায়াত করতে হলে স্কার্ফ একদিন অন্তর ধোওয়া ভাল।
- স্কার্ফে একটি মার্ক বা দাগ দিয়ে রাখতে পারেন। তাহলে কোনটা সোজা ও কোনটা উল্টো দিক তা বুঝতে সুবিধা হবে। অন্তত যেগুলিতে বোঝা যায় না।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Mango Smoothie Recipe: ম্যাঙ্গো স্মুদি এভাবে বানালে স্বাদ ভোলা মুশকিল, টেক্কা দেবে পুষ্টিগুণেও !