কলকাতা: তাঁর ভিডিও পোস্ট নিয়ে তোলপাড়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গুঞ্জন টলিপাড়াতেও। তিনি নাকি পরিচালক ও প্রযোজকের অনুমতি না নিয়েই ছবির ক্লিপিংস আপলোড করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকেই নাকি প্রভূত ক্ষতি হয়েছে প্রযোজক-পরিচালকের। ক্ষুদ্ধ পরিচালক আপত্তি জানিয়েছেন, টেনে এনেছেন কর্ণ জোহর (Karan Johar)-এর প্রসঙ্গও! বিষয়টা ঠিক কী? অন্যদিকে,  তাঁর প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায়। কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে! বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে শুরু করে মোবাইল ফোন, মশারিট নেট.. মোটামোটি সব রকমের জিনিস দিয়েই পোশাক তৈরি করে ফেলেছেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে আজ পোশাকের জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় উরফির সদ্য আপলোড করা ছবি দেখে সবাই চমকে উঠলেন অন্য কারণে! আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন


পরিচালক রাজার প্রবল আপত্তি, সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত ক্লিপিংস মুছলেন টোটা


তাঁর ভিডিও পোস্ট নিয়ে তোলপাড়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গুঞ্জন টলিপাড়াতেও। তিনি নাকি পরিচালক ও প্রযোজকের অনুমতি না নিয়েই ছবির ক্লিপিংস আপলোড করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকেই নাকি প্রভূত ক্ষতি হয়েছে প্রযোজক-পরিচালকের। ক্ষুদ্ধ পরিচালক আপত্তি জানিয়েছেন, টেনে এনেছেন কর্ণ জোহর (Karan Johar)-এর প্রসঙ্গও! বিষয়টা ঠিক কী? অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) যে রাজা চন্দর নতুন ছবি 'পুলিশ'-এ কাজ করছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। সেই ছবির শ্যুটিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। তবে অক্ষয় তৃতীয়ার দিন প্রকাশ্যে আসে ছবির প্রথম ঝলক। সাধারণত অফিসিয়ালি কোনও ঝলক পোস্টারে আসলে, তা প্রযোজক, পরিচালক, অভিনেতা সবার প্রোফাইল থেকেই আপলোড করা হয়। তবে এই ঝলক কেবলমাত্র প্রকাশ্যে এসেছিল টোটার প্রোফাইল থেকে। বিষয়টার দিকে তেমনভাবে নজর দেননি কেউই। বরং টোটার প্রশংসা করতেই ব্যস্ত ছিলেন সকলে। তবে রবিবার দেখা যায়, সোশ্যাল মিডিয়া থেকে নিজেই সেই ক্লিপিংসটি সরিয়ে দিয়েছেন টোটা। বাদ বাকি সমস্ত পোস্ট থাকলেও, নেই টোটার অক্ষয় তৃতীয়ায় করা সেই বিতর্কিত পোস্ট। এর আগে, রাজা চন্দ কর্ণ জোহরকে গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ট্যাগ করেছিলেন। রাজা জানিয়েছিলেন, টোটা নাকি কর্ণকে দেখানোর জন্যই ক্লিপিসংটি চেয়েছিলেন। তবে টোটা যে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করে দেবেন, কেউ জানত না। তবে সোশ্যাল মিডিয়া থেকে ক্লিপিংসটি সরিয়ে নেওয়ার পরে রাজা বা টোটা কারও তরফ থেকেই বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রযোজক রানা সরকার টোটাকে ধন্যবাদ জানিয়েছেন। রানা এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। 


পোশাক নয়, এবার 'সাহসী পদক্ষেপ'-এর জন্য ভাইরাল উরফি, কী করলেন তিনি?


তাঁর প্রত্যেকটা পোশাকই থাকে চর্চায়। কারণ তিনি কাপড় দিয়ে পোশাক প্রায় বানান না বললেই চলে! বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে শুরু করে মোবাইল ফোন, মশারিট নেট.. মোটামোটি সব রকমের জিনিস দিয়েই পোশাক তৈরি করে ফেলেছেন উরফি জাভেদ (Urfi Javed)। তবে আজ পোশাকের জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় উরফির সদ্য আপলোড করা ছবি দেখে সবাই চমকে উঠলেন অন্য কারণে! আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন উরফি। তবে সেখানে চর্চার বিষয় তাঁর পোশাক নয়, তাঁর মাথার চুল! ছবিতে দেখা যাচ্ছে, তিনি একেবারে কামিয়ে ফেলেছেন তাঁর মাথার চুল। পোশাক সাধারণ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে তাঁর চুল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই সে ভাইরাল হয়ে যায়। এই ছবি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন যে, উরফি ফিল্টার ব্যবহার করে এই ছবিটি আপলোড করেছে। কারণ ছবির পিছনে দেখা যাচ্ছে তাঁর লম্বা চুল। অনেকে আবার লিখেছেন, 'সত্যি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে কুর্ণিশ।r তবে নিজের ছবি নিয়ে কোনও মন্তব্য করেননি উরফি নিজে।


আদৃত-কৌশাম্বির বিয়ে সারা, 'নতুন শুরু'-র কথা ঘোষণা সৌমিতৃষারও


সম্প্রতি, পর্দায় তাঁর 'উচ্ছেবাবু'-র বিয়ে উপলক্ষ্যে বারে বারেই শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। ধারাবাহিকের নায়ককে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে আসরে উপস্থিত ছিলেন না পর্দার নায়িকা। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে, এক নতুন অধ্যায় শুরু করলেন শুরু করলেন সৌমিতৃষাও। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। কী সেই নতুন শুরু? নিজের দ্বিতীয় ছবির কাজ আজ থেকে শুরু করলেন সৌমিতৃষা। নতুন ছবি '১০ই জুন'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। এর আগে, দেব (Dev)-এর প্রযোজনায় ও তাঁরই বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। 'প্রধান' ছবিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম ছবি। এরপরে, ফের নতুন ছবির কাজ শুরু করলেন সৌমিতৃষা। ছবির নাম '১০ই জুন'। সৌমিতৃষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরাকে পুজো করা, মহরতের ছবি। অর্থাৎ আজ থেকে শুরু হল ছবির শ্যুটিং। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশেই হবে ছবির শ্যুটিং। আজ থেকে শুরু হল সেই কাজ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। 


'অভিনেতা নয়, ক্রিকেটার হতে চেয়েছিলাম', কেকেআরের ম্যাচে বাংলা কমেন্ট্রিবক্সে স্মৃতিচারণা যীশুর


তিনি পেশায় অভিনেতা। নেশাতেও। তবে, এর পাশাপাশি, তাঁর আরও একটা নেশা রয়েছে। সেটা নিছক অভিনেতাসুলভ নয়। অর্থাৎ, গান, বা আবৃত্তি নয়.. রুপোলি পর্দার মতোই, তাঁকে টানে বাইশ গজ। অভিনেতারও আগে, তিনি চেয়েছিলেন ক্রিকেটার হতে। আর সেই খেলার টানেই, চলতি বছরের আইপিএল (IPL 2024)-এ, কলকাতার ইডেন গার্ডেন্সে শেষদিনের ম্যাচে বাংলার কমেন্ট্রিবক্সে হাজির রইলেন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। তবে একেবারে যে ক্রিকেটের সঙ্গে তাঁর কোনোই যোগাযোগ নেই, তা বললে ভুল হবে। চলতি বছরের 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' -এ, যীশু সেনগুপ্তের অধিনায়কত্বে সেরার শিরোপা নিয়ে এসেছে 'বেঙ্গল টাইগার্স'। এই প্রথম, 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' -এর ট্রফি এল বাংলার ঘরে। আর সেই দলের তারকা অধিনায়ক যীশুই, গত শনিবার হাজির ছিলেন জিও সিনেমা বাংলায় টাটা আইপিএলের বাংলা কমেন্ট্রিবক্সে। 


আজ থেকে শুরু হচ্ছে 'কান চলচ্চিত্র উৎসব', দেখানো হবে কোন কোন ভারতীয় ছবি?


খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে, 'দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল' (The Cannes Film Festival)। বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এই 'কান' (Cannes)। প্রত্যেক বছরই এর অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা ছবি দেখানো হয়। চলতি বছরে যে অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, সেই তালিকায় রয়েছে কিছু ভারতীয় ছবিও। আগামীকাল অর্থাৎ ১৪ মে থেকে যে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে, সেই তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়া (Payal Kapadia)-র 'অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট' (All We Imagine As Light) ও শ্যাম বেনেগলের (Shyam Benegal)-এর 'মন্থন' (Manthan)। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ছবি.. দেখে নেওয়া যাক সেগুলো কী কী?  প্রথমেই বলা যাক, 'অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট' ছবিটির কথা। মুম্বইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই ছবিতে। এমন একটা দিনের গল্প, যেদিন দিব্যাপ্রভা একটি চমকপ্রদ উপহার পায় তার স্বামীর থেকে। অন্যদিকে, দিব্যার রুমমেটের জীবনে আবার এক অন্যরকম সমস্যা। মালয়ালী অভিনেত্রী এই ছবিটির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন। ব্রিটিশ-ইন্ডিয়ান ছবি 'সন্তোষ' (Santosh) এবার প্রদর্শত হবে কান-এ। 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো' (Sunflowers Were The First Ones To Know) ছবিটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। 


আরও পড়ুন: Dabaru Movie Review: বার বার ধাক্কা খেয়েও জীবনযুদ্ধে জেতা সম্ভব, চৌষট্টি খোপের গল্পে সেই বিশ্বাস বুনল 'দাবাড়ু'