এই অফিস হাব নির্মাণের জন্য খরচ হয়েছে ৩৪০০ কোটি টাকা। মোট ৩৫.৫৪ একর জমিতে নির্মিত এই সুরাত ডায়মন্ড বুর্স (Surat Diamond Burse)। গুজরাতের এই সুবিশাল অফিস হিরের বাজারকে তরতরিয়ে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই অফিস হাব ১৫ তলার। বহুতলে কর্মীদের জন্য থাকছে মোট ১৩১টি লিফ্ট ! ডায়মন্ড বুর্স হল বিশ্বের বৃহত্তম আন্তঃসংযুক্ত অফিস বিল্ডিং (interconnected building)। এতে রয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি আন্তঃসংযুক্ত অফিস রয়েছে। অফিস ভবনটি পেন্টাগনের (Pentagon) চেয়েও বড় । আর এটিই হতে চলেছে দেশের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারেন্স হাউস।
গত ৮০ বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং এর তকমা ধরে রেখেছে পেন্টাগন। এই পালক এখন পেতে চলেছে Surat Diamond Burse। মাস কয়েক আগে নরেন্ড্র মোদি একটি X পোস্টে জানান, "সুরাত ডায়মন্ড বুর্স সুরাতের হিরে শিল্পের গতিশীলতা এবং সমৃদ্ধির চিহ্ন ... এটি বাণিজ্য, উদ্ভাবন এবং সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে, যা আমাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে" ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :