কলকাতা: নতুন ওয়েব সিরিজের কাজ চলছে জোরকদমে। দীর্ঘদিন পরে 'হইচই' (Hoichoi)-এর সঙ্গে কাজ করছেন তিনি। পরিচালক হিসেবেও, অভিনেতা হিসেবেও। আপাতত তাঁর লক্ষ্য 'যোগসূত্র' (Jogsutra)। নতুন থ্রিলার গল্প দর্শকদের উপহার দিতে প্রস্তুত হচ্ছেন পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।


'হইচই'-এর তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের কথা। এবিপি লাইভকে সৌরভ জানিয়েছেন, এই গল্প থ্রিলারধর্মী। এখনও গল্পের মুখ্যচরিত্রদের জন্য অভিনেতা অভিনেত্রীদের বাছার কাজ চলছে। তবে সেই কাস্টিং বেশ আকর্ষণীয় হবে বলেই আশা সৌরভের। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরে শ্যুটিং ফ্লোরে যাবে 'যোগসূত্র'।               


আরও পড়ুন: Sourav Chakraborty Exclusive: কেক নয়, ছোটবেলার জন্মদিন মানে নতুন জামা, লুচি-মাংস: সৌরভ চক্রবর্তী


থ্রিলার সিরিজ ছাড়াও 'হ্যালো রিমেমবার মি'-র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ। এই সিরিজের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা (Ishaa Saha) ও পায়েল সরকার (Paayel Sarkar)। এর আগে 'হইচই'-এর মার্ডার ইন দ্য হিলস (Murder in The Hills)-এ কাজ করতে দেখা গিয়েছিল সৌরভকে।                                                                 


অন্যদিকে 'হইচই'-এর বাইরেও একাধিক কাজে যুক্ত রয়েছেন সৌরভ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে 'শ্বেত কালী'-র শ্যুটিং। জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজটি। অন্যদিকে শেষ পর্যায়ের কাজ চলছে নতুন ওয়েব সিরিজ 'সাড়ে সাঁইত্রিশ'-এর ও।                                                                                                                                               


তবে আজ এই সমস্ত ব্যস্ততার থেকে একটু দূরে সৌরভ। আজ তাঁর জন্মদিন। শান্তিনিকেতনের চাঁদের আলোয় কেক কেটে বয়স বাড়া উদযাপন করছেন সৌরভ। সেইসঙ্গে নিজের সঙ্গে নিজেরই চুক্তি, 'আরও পরিণত হব। কাজে। মনে।'                                                                                                                                                                       


এবিপি লাইভের তরফ থেকে অভিনেতা পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা।