কলকাতা: আগেই জানা গিয়েছিল, নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য শ্যুটিং করছেন তিনি। একজন পুলিশের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাঁকে। তবে আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছিলেন, তিনি মূল ওয়েব সিরিজে নেই। তিনি একটি প্রচারমূলক ভিডিওর জন্য শ্যুটিং করছেন। সামনেই মুক্তি পেতে চলেছে, 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'। বিহারের পরে এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসছে এই ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও জিৎ (Jeet)। এছাড়াও রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও এক গুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রী। আর এই সিরিজেরই প্রচারমূলক ছবিতে কাজ করেছিলেন সৌরভ। আজ প্রকাশ্যে এল এই প্রচারমূলক ভিডিওর ঝলক। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে। 

Continues below advertisement

এই ভিডিওর শুরুতেই দেখা যায়, 'খাকি'-র সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, 'বাংলা নিয়ে কাজ করছেন আর 'দাদা'-কে ডাকলেন না!' এরপরে সৌরভ বিভিন্নভাবে অডিশন দিচ্ছেন। পুলিশের চরিত্র হলেও সৌরভ বার বার মিশিয়ে ফেলছেন ক্রিকেট আর পুলিশের কাজকে। শেষমেষ দেখা গেল, সিরিজে আর কোনও চরিত্রই বেঁচে নেই সৌরভের জন্য। তখন পরিচালক তাঁকে বলছেন, এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন? তাতে রাজি হয়ে যান সৌরভ। একেবারে মজার মোড়কে এই ভিডিওটি আজই প্রকাশ্যে এসেছে। 

পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে অয়ন সেনগুপ্তকে । যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে । সদ্যই বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে এই সিরিজের প্রচার ভিডিওটির শ্যুটিং হয়েছিল । সেটের ভিতরেই তৈরি করা হয় নকল থানা । এই প্রোমোশনাল ছবির প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস । অয়ন এবং সৌরভের সঙ্গে ফ্রেমে রয়েছেন অভিনেতা দেবাশিস রায়ও । সেই শ্যুটিংয়ের দিনই একটি জেনারেটরের থেকে আগুনের ফুলকি ছিটিয়ে বিপত্তি হয়েছিল। শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল কিছুক্ষণ। যদিও সেই ঘটনায় শ্যুটিং সেভাবে ব্যহত হয়নি।        

Continues below advertisement

 

আরও পড়ুন: Anurag Basu: কার্তিক আরিয়ানকে নিয়ে নতুন ছবি, শ্যুটিং লোকসন খুঁজতে দার্জিলিংয়ে অনুরাগ বসু