কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন অনেকটাই খোলা খাতার মতো। স্বামীর সঙ্গে আলাদা থাকেন দীর্ঘদিন। একা হাতেই বড় করছেন ছেলেকে। তবে একদিনে অভিনয়, মুখ্যচরিত্র, জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা, ব্যবসা... আর অন্যদিকে ছেলেকে বড় করে তোলা। গোটা সফরটা নেহাৎ কঠিন ছিল না অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র জন্য। 


তাঁর ব্যক্তিগত জীবনের কথা অনেকে জানলেও, তিনি যে কীভাবে সবটা সামলান, সেকথা নিজের মুখে কখনোই প্রকাশ্যে আনতে চান না 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। তবে সম্প্রতি, রচনার জনপ্রিয় গেম শো-এ অতিথি হয়ে এসেছিলেন সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তিনিই 'দিদি'-র মঞ্চে দাঁড়িয়ে শেয়ার করে নিয়েছেন 'দিদি'-র সঙ্গে হওয়া নিজের একটি অভিজ্ঞতার কথা। অজানা সেই গল্প শুনে, মুগ্ধ হয়েছে দর্শকেরা। প্রকাশ্যে এসেছে রচনার লড়াই ও মাতৃস্নেহের কথাও।


'দিদি নম্বর ওয়ান'-এর একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) থেকে শুরু করে সুদীপা ও অন্যান্য তারকারা। সেখানেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নেন সুদীপা। তাঁর কথায়, 'একসময় আমার আর রচনাদির মেকআপ ঘর পাশাপাশি ছিল। আমি হামেশাই ওঁর ঘরে গিয়ে দেখতাম, একটা বোরখা ঝুলছে। একদিন ওঁর হেয়ার স্টাইলিস্টকে প্রশ্ন করে ফেললাম, 'দিদির ঘরে এই বোরখাটা রোজ ঝোলানো দেখি, অথচ ওঁকে পরতে দেখি না কখনও। কেন থাকে এটা?' উত্তরে সেই হেয়ার স্টাইলিস্ট জানান, রচনাদি নাকি রোজ শ্যুট থেকে গাড়ি করে মেট্রো স্টেশন যান। তারপরে মেট্রো করে পৌঁছন কালীঘাট স্টেশনে। সেখানে ওঁর বাড়ির গাড়ি থাকে। সেটা করে বাড়ি পৌঁছন সত্বর। কলকাতার জ্যাম এড়িয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর এটাই উপায়। আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর কারণ, ছেলেকে পড়তে বসাতে হবে।'


সুদীপার কথা শুনে, হেসে মাথা নামান রচনা। মঞ্চ ফেটে পড়ে হাততালিতে। সবাই বোঝেন, ঘটনাটা অক্ষরে অক্ষরে সত্যি। এখানেই থামেন না সুদীপা। বলেন, 'আমার সাধের সময় আমি রচনাদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সঙ্গে লিখেছিলাম, 'আশীর্বাদ করো যেন তোমার মাতৃত্বের অন্তত ৫০ শতাংশও পাই।'


রচনার ছেলের নাম প্রণীল বসু। 'দিদি নম্বর ওয়ান'-এ সঞ্চালনা করতে করতে অনেক সময়েই ছেলের কথা গল্প করে বলেন রচনা। ছোট থেকে মায়ের কাছে থেকেই বড় হয়েছে প্রণীল।


আরও পড়ুন: Kanchan Mallick First Marriage: ভেঙেছিল ৭ বছরের দাম্পত্য, পিঙ্কি নয়, কাঞ্চনের প্রথমা স্ত্রী টলিউডেরই অন্য এক অভিনেত্রী!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।