কলকাতা: 'দাদাগিরি'-র মঞ্চ যেমন প্রতিযোগিতার মঞ্চ, তেমন সেখানে উঠে আসে বিভিন্ন ব্যক্তিগত কথাও। কখনও তা প্রতিযোগীদের কাছ থেকে, কখনও আবার স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র থেকেই। 'দাদা'-র পরিবার, ব্যক্তিগত অভিজ্ঞতা এই সবকিছু জানতেই মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর সদ্য, একটি এপিসোডে একমাত্র কন্যা সানাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ। প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করে নিলেন, মেয়ের ছোটবেলার কথা। 


সানা বর্তমানে লন্ডনে কর্মরতা। নিয়মিত দেখা হয় না মেয়ের সঙ্গে। কিন্তু 'দাদাগিরি'-র মঞ্চে তাঁর কথা উঠলেই, সৌরভের চোখে খেলে যায় স্মৃতির ঝিলিক। সানা যেন এখনও তাঁর কাছে ছোট্টটি। সদ্য এক প্রতিযোগী কথায় কথায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন, 'আমি আমার বাবাকে ভীষণ মিস করি। আপনার আর সানার সম্পর্কটা আমায় ভীষণ টানে।' উত্তরে সৌরভ বলেন, 'যখন ও জন্মায়, তখন আমার ওকে কোলে নিতে ভয় লাগত। খাটের ওপর বসে তারপরে ওকে কোলে নিতাম।' উত্তরে প্রতিযোগী বলেন, 'ভীষণ মিষ্টি'। বিগ স্ক্রিনে ততক্ষণে ভেসে উঠেছে ছোট্ট সানার সঙ্গে সৌরভের সব ছবি। হাসতে হাসতে সৌরভ বলনে, 'ভীষণ মিষ্টি আর ভীষণ চালাক। বাবা এই পকেটে থাকে, মা ওই পকেটে।'


'দাদাগিরি'-র মঞ্চের অন্যতম আকর্ষণ হল সৌরভের সাবলীল সঞ্চালনা। সাধারণ প্রতিযোগী থেকে শুরু করে তারকা প্রতিযোগী, সবার সঙ্গেই সহজভাবে মিশে যেতে পারেন তিনি। এমনকি প্রতিযোগীদের তরফে কোনও প্রশ্ন এলে, তারও সহজভাবেই উত্তর দেন তিনি। বিভিন্ন আবদার রাখতেও পিছপা হন না ২২ গজের এই কিংবদন্তি। হামেশাই তাঁর কথায়, গল্পে উঠে আসে নিজের ব্যক্তিগত জীবনের কথাও। সদ্য দাদাগিরি-কে নতুন সম্মান দিয়েছে ডাকবিভাগ। প্রকাশ্যে আনা হয়েছে 'দাদাগিরি'-র বিশেষ ডাকটিকিট। সদ্য, 'দাদাগিরি'-র মঞ্চে এই ডাকটিকিটের উদ্বোধন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। সাধারণ মানুষও সংগ্রহ করতে পারেন এই ডাকটিকিট।


 






আরও পড়ুন: Anupam-Prasmita: 'বর হিসেবে অনুপম কেমন?' রচনার প্রশ্নে লজ্জা পেয়ে কী উত্তর দিলেন প্রশ্মিতা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।