কলকাতা: পরিচালনায় পা (Directorial debut) রাখতে চলেছেন সৌরভ রাজ (Sourav Raj)। আসছে তাঁর পরিচালিত প্রথম ফিচার ছবি 'ভিকটিম' (Victim)। অভিনয়েও দেখা যাবে নতুন মুখ। ছবির গল্প ঠিক কী? রইল বিস্তারিত।


আসছে 'ভিকটিম'


সৌরভ রাজের পরিচালনায় কুন্তল ঘোষালের (Kuntal Ghoshal) গল্প নিয়ে তৈরি ছবি 'ভিকটিম'। অভিনয়ে রয়েছে নতুন মুখ। ছবির নাম ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শ্যুটিং সেটের একটি ছবিও।


ধর্ষণ! মানুষের মনে ভয় ধরানো একটি শব্দ। এখনও যে আতঙ্কে দিন কাটে অনেক নারীর। যে বা যাঁরা এই অপরাধের শিকার হন তাঁদের জীবন? কেমন হয় তাঁদের জীবন ভেবে দেখেছি আমরা কখনও?


এই সমাজে এক ধর্ষিতার জীবন ঠিক কেমন? সে কি পারেন স্বামী-ঘর নিয়ে সংসার করতে? তাঁর জীবনে কি প্রেম ফিরে আসে আর কোনও দিন? সে কি এই সমাজে ব্রাত্য না কি নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে? লড়াই করার ক্ষমতা পায় ধর্ষিতা?


এমনই কিছু প্রশ্ন তুলবে সৌরভ রাজের 'ভিকটিম'। অভিনয়ে দেখা যাবে রজতাভ দত্ত (Rajatava Dutta), লাবণী সরকার (Labani Sarkar), তুলিকা বসুর (Tulika Basu) মতো তাবড় তিন অভিনেতাকে। সেই সঙ্গে দেখা যাবে কুন্তল ঘোষাল, শ্রীরূপা চট্টোপাধ্যায়কে। কুন্তলকে এর আগে অনীক দত্তের 'অপরাজিত' ছবিতে সত্যজিৎ রায়ের সহকারী পরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। অন্যদিকে এই ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন শ্রীরূপা চট্টোপাধ্যায়। 


ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রাঞ্জল ও অর্পণ দত্ত। গান গেয়েছেন সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী ও রাজ বর্মন। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন রমিতা মজুমদার ও ঋতুরাজ মজুমদার। 


আরও পড়ুন: Ankush-Oindrila: 'বিয়েটা হবে কি না জানি না', ভ্যালেন্টাইন্স ডে-র আগে অঙ্কুশ হাজরার সোশ্যাল মিডিয়া পোস্টে বাড়ল জল্পনা


পরিচালক সৌরভ রাজের কথায়, 'এই 'ভিক্টিম' ছবিটি আমার প্রথম পরিচালিত ফিচার ফিল্ম। আমার খুবই আনন্দ হচ্ছে এই ছবিটির সঙ্গে যুক্ত হয়ে। 'ভিক্টিম' ছবিটি শুধুমাত্র একটি বাণিজ্যিক ছবি নয়, ছবিটি বাণিজ্যিক ও বাস্তবতার এক অদ্ভুত সংমিশ্রণ। এই ছবিতে, রজতাভ দত্ত ও লাবনী সরকারের মতো অসাধারণ অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কাজ করা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ওঁদের থেকে অনেক কিছু শিখতে পেরে আমি গর্বিত। এছাড়াও এই ছবিতে রয়েছে আরও অনেক দুর্দান্ত অভিনয়ের তারকারা, ওঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উৎফুল্ল।'