মুম্বই: দক্ষিণে বহু ছবিতে অভিনয় করেছেন সামান্থা প্রভু (Samantha Prabhu)। কিন্তু একটা ছবি যেন তাঁর কেরিয়ারটাকে গোটাটাই বদলে দিল। দর্শকেরা বুঝতেই পারছেন কোন ছবির কথা বলা হচ্ছে? 'পুষ্পা- দ্য রাইজ'। এই ছবির 'ও অন্তাভা' গান দিয়েই দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান সামান্থা। দক্ষিণে তিনি আগেও জনপ্রিয় ছিলেন। কিন্তু এই একটা গান তাঁকে হিন্দি ছবির দর্শকদের কাছে যেন আরও বেশি পরিচিত করে তুলল। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায় আসার আরও একটি কারণ। আর এবার জোর জল্পনা, শীঘ্রই বলিউড ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন সামান্থা প্রভু (Samantha Prabhu Bollywood Debut)। তাঁর বিপরীতে কোন বলি তারকা অভিনয় করবেন, তা নিয়েও একাধিক নাম উঠে আসছে।
সামান্থা প্রভুর বলিউডে আত্মপ্রকাশ-
সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কর্ণ জোহর তাঁর জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ সিজন ৭'-এর যে প্রোমো শেয়ার করেছেন, তাতে সামান্থা প্রভুকে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। কোন এপিসোডে তিনি আসবেন, তা এখনও পর্যন্ত জানা না গেলেও, তিনি যে পরিচালক-প্রযোজক কর্ণের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে। আর এই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সামান্থা প্রভুর বলিউডে আত্মপ্রকাশ নিয়ে জল্পনা আরও বেড়েছে। যেহেতু কর্ণ জোহরের শো-তে তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যেতে চলেছে, তাই এমন জল্পনাও শোনা যাচ্ছে যে, ধর্মা প্রোডাকশনসের পরবর্তী ছবিতে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে অভিনয় করতে পারেন সামান্থা। আবার অন্য বেশ কিছু সূত্রে উঠে আসছে আরও কিছু নাম। শোনা যাচ্ছে, আয়ুষ্মান খুরানা কিংবা ভিকি কৌশল থাকতে পারেন অভিনেত্রীর বিপরীতে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন - Hrithik Roshan: প্রেমিকার জন্য ফোটোগ্রাফার হলেন হৃত্বিক, দেখুন ছবি
প্রসঙ্গত, বলিউডে সামান্থা প্রভু আগেও কাজ করেছেন। কিন্তু তা বড় পর্দায় নয়। ওটিটিতে 'ফ্যামিলি ম্যান টু'তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তাঁর পারফরম্যান্স প্রশংসিতও হয় সেটিতে। এখন দেখার বড় পর্দায় তিনি প্রথম ছবিতে কার বিপরীতে অভিনয় করেন।