মুম্বই: মহেশ ভট্টের ছবি 'আশিকি'র (Aashiqui) জনপ্রিয়তা ছবি মুক্তির এতবছর পরও কমেনি এতটুকুও। তাই তো এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে চলেছে। আজকের দিনেও এই ছবির গান ততটাই মুখে মুখে ফেরে সকলের। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় রাহুল রয় এবং অনু আগরওয়ালকে (Anu Agarwal)। দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি নজরকাড়ে দর্শকদের। কিন্তু আজ রুপোলি পর্দার জগত থেকে অনেক দূরে অনু আগরওয়াল। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ার পর নিজেরে এই জগত থেকে সরিয়ে নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনু আগরওয়াল জানালেন যে, একটা সময় ছিল, যখন তাঁর কাছে মাত্র দু জোড়া পোশাক ছিল। আর সেই দু জোড়া পোশাকেই বছরের পর বছর কাটিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাঁচ ডিগ্রি তাপমাত্রাতেও কাটিয়েছেন অভিনেত্রী।


সন্ন্যাসী জীবনের গল্প বললেন অনু আগরওয়াল-


সম্প্রতি এক সাক্ষাৎকারে অনু আগরওয়াল বলেন, 'আমি যখন সন্ন্যাসী হয়ে গিয়েছিলাম, তখন পাঁচ ডিগ্রি তাপমাত্রায় থাকতাম। সেখানে কোনও গিজার ছিল না। একটা মাত্র বিছানা ছিল। দু জোড়া পোশাক ছিল। আর একটা সোয়েটার ছিল। অনেকগুলো বছর আমি ওভাবেই কাটিয়েছি। সকালে সাড়ে চারটের সময় আমাদের প্রথম ক্লাস হত। তার আগে স্নান করতাম। পোশাক কাচতে হত। তারপর তা শুকনো করার জন্য মেলে দিতে হত। এর জন্য রাত আড়াইটেয় উঠে পড়তাম। কারণ তবেই সাড়ে চারটের মধ্যে সব কাজ সেরে ফেলতে পারতাম।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Malaika Arora: চোখে-মুখে ভয় স্পষ্ট! ম্যানেজারের উপর মারাত্মক চটলেন মালাইকা অরোরা


অনু আগরওয়াল আরও বলছেন, 'আমাদের ঠান্ডা দলে স্নান করতে হত। জামাকাপড় কাচা থেকে সমস্ত কাজই ঠান্ডা জলে করতে হত। মাসের পর মাস আমার হাত পা ঠান্ডায় জমে গিয়েছিল। আমার কাছে মাত্র একটাই উলের টুপি ছিল। কারণ, আমি নেড়া ছিলাম সে সময়ে। কিন্তু এত কিছুর পরও সারাটাদিন খুব শান্তিতে কাটাতাম।'


প্রসঙ্গত, 'আশিকি' ছবির ব্যাপক জনপ্রিয়তার পর অনু আগরওয়ালের জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন তিনি। ক্রমশ সেরে ওঠেন। কিন্তু তাঁর চেহারা বদলে যায়। বর্তমানে তিনি একেবারেই সাধারণ মানুষের জীবন কাটান। রুপোলি পর্দা থেকে অনেক দূরে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">