নয়াদিল্লি: এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) প্রবেশ করল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' (Spider-Man: Across the Spider-Verse)। মঙ্গলবার, ৮ অগাস্ট এই ছবি দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ (Zee5) 'টিভিওডি' স্লেটের অংশ হিসেবে। জোয়াকিম ডস স্যান্টোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন পরিচালিত এই অ্যানিমেটেড ছবির কাজে অংশ নিয়েছিলেন শমীক মুর, হেইলি স্টেইনফেল্ড, ব্রায়ান টাইরি হেনরি, জেক জনসন, ইসা রে, কর্ণ সোনি, গ্রেটা লি, মহেরশালা আলি প্রমুখের মতো তারকা অভিনেতাদের। 


এবার ওটিটি প্ল্যাটফর্মে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'


'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ইংরেজি ছাড়া ৯টি ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছিল। ফলে এই ছবি নিয়ে উন্মাদনা এই দেশেও ছিল চরমে। বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েলে মাইলস মরালসের দেখা হয়ে যায় স্পাইডার-মানুষদের দলের সঙ্গে যাঁরা মাল্টিভার্সের অস্তিত্ব রক্ষা করে চলেছে। 


'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ছবিটির প্রযোজনার দায়িত্ব ছিল কলাম্বিয়া পিকচার্স ও সোনি পিকচার্স অ্যানিমেশনের সঙ্গে মার্ভেল এন্টারটেনমেন্টের। ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছিল সোনি পিকচার্স। এর আগের ছবিগুলির মতোই এই ছবিও পায়। ছবির অ্যানিমেশন, ভিস্যুয়াল স্টাইল, গল্প, অ্যাকশন দৃশ্য, চিত্রনাট্য ও ভয়েস অ্যাক্টিং বেশ প্রশংসিত হয়। 


'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' ছবির বক্স অফিস আয় কত?


ভারতের নিজস্ব স্পাইডারম্যান, পবিত্র প্রভাকর ঝড় তোলে বক্স অফিসে। প্রথম সপ্তাহান্তে ২২.৮৭ কোটি টাকার ব্যবসা করে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। বলাই বাহুল্য এই ছবির সাফল্য ভারতীয় সিনেমার বক্স অফিসে বড়সড় লাভ আনে। যার ফলে স্বাভাবিকভাবেই হাসি ফোটে ইন্ডাস্ট্রির মুখে। সবচেয়ে বড় ওপেনিংয়ের সঙ্গে এই ছবি একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙে। ট্রেন্ড বলছে বাকি যে কোনও সুপারহিরো ছবির মতোই এই অ্যানিমেটেড ছবির সাফল্য। 


গোটা বিশ্বে ভারতই একমাত্র যে দেশ এই মাইলফলক ছোঁয়। এই ছবির প্রিক্যুয়েল 'স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স'-এর মোট আয়ের দ্বিগুণ রোজগার করে ফেলে প্রথম সপ্তাহান্তেই। মার্কিন যুক্তরাষ্ট্রে ১২০.৫ মিলিয়ন আয় করে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সেখানে ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবির সর্বোচ্চ আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল এই ছবি।


আরও পড়ুন: Top Social Post: সুস্মিতার 'তালি'-তে মুগ্ধ দর্শক, সৌমিতৃষার 'প্রধান' প্রস্তুতি, নজরে সোশ্যালে সেরা


ভারতে আয়ের পরিমাণ, প্রথম বৃহস্পতিবার ৫.০৪ কোটি, প্রথম শুক্রবার ৪.০৫ কোটি, প্রথম শনিবার ৬.২৮ কোটি ও প্রথম রবিবার ৭.৫০ কোটি টাকা, অর্থাৎ প্রথম সপ্তাহান্তের মোট আয় ২২.৮৭ কোটি টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial