কলকাতা: ভারতে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' (Spider-Man: Across the Spider-Verse) দুর্দান্ত সাফল্য। ভারতে এর আগে কোনও অ্যানিমেটেড ছবি (Animated Film) এত বড় ওপেনিং পায়নি। সেই স্থানে শীর্ষে উঠল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভাঅ্র্স'। প্রথম সপ্তাহান্তে (first weekend box office collection) কত আয় করল এই ছবি?
'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' ছবির বক্স অফিস আয় কত?
ভারতের নিজস্ব স্পাইডারম্যান, পবিত্র প্রভাকর ঝড় তুলেছে বক্স অফিসে। প্রথম সপ্তাহান্তে ২২.৮৭ কোটি টাকার ব্যবসা করল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। বলাই বাহুল্য এই ছবির সাফল্য ভারতীয় সিনেমার বক্স অফিসে বড়সড় লাভ এনেছে। যার ফলে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ইন্ডাস্ট্রির মুখে। সবচেয়ে বড় ওপেনিংয়ের সঙ্গে এই ছবি একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। ট্রেন্ড বলছে বাকি যে কোনও সুপারহিরো ছবির মতোই এই অ্যানিমেটেড ছবির সাফল্য।
গোটা বিশ্বে ভারতই একমাত্র যে দেশ এই মাইলফলক ছুঁয়েছে। এই ছবির প্রিক্যুয়েল 'স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স'-এর মোট আয়ের দ্বিগুণ রোজগার করে ফেলেছে এই ছবি প্রথম সপ্তাহান্তেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ছবি ১২০.৫ মিলিয়ন আয় করেছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সেখানে ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবির সর্বোচ্চ আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি।
ভারতে আয়ের পরিমাণ, বৃহস্পতিবার ৫.০৪ কোটি, শুক্রবার ৪.০৫ কোটি, শনিবার ৬.২৮ কোটি, রবিবার ৭.৫০ কোটি টাকা, অর্থাৎ সপ্তাহান্তের মোট আয় ২২.৮৭ কোটি টাকা।
১০টি ভিন্ন ভাষায় মুক্তি পেল 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয় ভাষায় ট্রেলার মুক্তি পায় প্রথমে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজির ছবি প্রেক্ষাগৃহে ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পেল। স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য দেখেছে তাইই নয়, স্পাইডার-ম্যান দেশের সবচেয়ে প্রিয় সুপারহিরোও বটে, যার আবেদন যুগে যুগে বেড়ে চলেছে। যেহেতু স্পাইডার-ম্যানের সারা দেশে এই ধরনের অনুরাগী ভক্ত রয়েছে, নির্মাতারা তাকে সমস্ত ভারতীয়দের আরও কাছাকাছি নিয়ে আসার এই অনন্য উপায় বের করেন। ছবিটিকে একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে গড়ে তুলেছেন এবং ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি হতে চলেছে। ইংরেজি ছাড়া 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম, গুজরাটি, মরাঠি, পাঞ্জাবি ও বাংলায় (Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Gujarati, Marathi, Punjabi and Bengali) মুক্তি পেয়েছে।