Nothing Phone 2: ভারতে তৈরি হবে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। শোনা যাচ্ছে, নাথিং ফোন ১ (Nothing Phone 1)- এর এই সাকসেসর মডেল ভারতে লঞ্চ হতে চলেছে জুলাই মাসে। তার আগেই এই সুখবর দিয়েছে ব্রিটেন ভিত্তিক সংস্থা নাথিং। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তৈরি করেছেন ব্রিটেন ভিত্তিক কোম্পানি নাথিং। তাদের প্রথম ফোন নাথিং ১ নিয়ে লঞ্চের আগে থেকেই শুরু হয়েছিল হইচই। এবার সাকসেসর মডেল নাথিং ২ নিয়েও বজায় রয়েছে উন্মাদনা। নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট নিয়ে। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। শোনা যাচ্ছে, নাথিং ফোন ২- এর ক্ষেত্রে রিসাইকেল হওয়া উপকরণ ব্যবহার করা হবে এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার থাকবে না।
নাথিং সংস্থা জানিয়েছে, ভারতে নাথিং ফোন ২ তৈরি হবে। এটাই প্রথম নয়। এর আগেও নাথিং সংস্থার ফোন ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গত বছর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল নাথিং ফোন ১ ভারতে তৈরি হবে। এবার তারা জানিয়েছে নাথিং ফোন ২- ও ভারতে তৈরি করা হবে। এর পাশাপাশি ২৭০-এর বেশি কাস্টোমার সার্ভিস সেন্টারও খুলেছে ভারতের বিভিন্ন প্রান্তে।
নাথিং ফোন ২- এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। নাথিং ফোন ১- এ একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি ছিল।
- আগের মডেল অর্থাৎ নাথিং ফোন ১- এর তুলনায় শক্তিশালী প্রসেসরও থাকতে চলেছে নাথিং ফোন ২- এ। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকবে। অন্যদিকে নাথিং ফোন ১- এ ছিল স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর।
- নাথিং ফোন ২- এ ১২ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চ হবে নাথিং ফোন ২।
Xiaomi Smartphone: শাওমি সংস্থা এপ্রিল মাসে চিনে লঞ্চ করেছিল শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra) ফোন। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। জানা গিয়েছে, শাওমি ১৩ আলট্রা ফোন গ্লোবাল মার্কেটে আসছে আগামী ৭ জুন। হংকংয়ের পাশাপাশি অন্যান্য দেশেও এই ফোন লঞ্চ হবে। শাওমির হংকং ওয়েবসাইটেই ফোন লঞ্চের দিন প্রকাশিত হয়েছে। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম কত হবে তা এখনও জানা যায়নি। কিন্তু এই ওয়েবসাইটের পেজে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। হংকং এবং আরও কিছু দেশে লঞ্চের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমি ১৩ আলট্রা ফোন ইউরোপ এবং ভারতে লঞ্চের কথাও শোনা গিয়েছে। সবুজ রঙের শেডে এই ফোন লঞ্চ হতে পারে। Leica ব্র্যান্ডের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেট করা থাকবে সেনসরগুলি, এমনটাই শোনা গিয়েছে।