মুম্বই: সম্প্রতি ছবির বাজারে রেকর্ড ব্যবসা করেছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কইফ অভিনীত 'সূর্যবংশী'। biggest opener of 2021-র রেকর্ড দখল করেছিল এই ছবি। কিন্তু Tom Holland অভিনীত 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man No Way Home) ভারতের বাজারে আসতেই ভাঙল পুরোনো সব রেকর্ড। জানা গিয়েছে, স্পাইডারম্যানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকা। সেখানে অক্ষয় কুমারের সূর্যবংশীর প্রথম দিনের Box Office Collection ছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে প্রায় ৬ কোটি ৩৮ লক্ষের ফারাক। 


এর আগে ২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করেছিল অ্যাভেঞ্জার্স এন্ডগেম (Avengers: Endgame)। ভারতের সব প্রান্তেই দারুণ ভাবে শুরু করেছে হলিউডের এই ছবিটি। যদিও এখনও সিনেমাহলে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই ছবি চলছে। তাতেও প্রথমদিনে এই ছবির নেট বক্স অফিস কালেকশন ছিল ৩২ কোটি ৬৭ লক্ষ। 


আরও পড়ুন, 'স্পাইডারম্যানের জালে' দর্শক, নিমেষে ব্যাঙ্ক থেকে উধাও টাকা


মার্ভেল স্টুডিয়োজ এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ-কে। এতে  আরও দেখা যাবে অ্যালফ্রেড মোলিনা, উইলিয়াম ডিফো এবং জেমি ফক্সকে।



ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ট্যুইট করে জানিয়েছেন, ‘কোনও ছুটির দিনে নয়, বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি, যেখানে অতিমারির কারণে এখনও সিনেমা হলে মাত্র ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারছেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের সব প্রান্তেই দারুণ স্টার্ট করেছে স্পাইডারম্যান। প্রথমদিনে নেট বক্স অফিস কালেকশন৩২ কোটি ৬৭ লক্ষ। গ্রস কালেকশন ৪১ কোটি ৫০ লক্ষ টাকা!’


এদিকে,নতুন এই সুপারহিরো ছবি 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' প্রিমিয়ারের আগেই দেখতে পাওয়ার সুবর্ণ সুযোগের টোপ দেওয়া হয় দর্শকদের। সেই লোভে অনেকেই প্রতারকদের জালে পা দিয়েছেন। ছবি মুক্তির আগে দেখার জন্য দর্শকদের একটি লিঙ্কে রেজিস্টার করে ক্রেডিট কার্ডের বিবরণ দিতে বলা হয়। এখন প্রতারকরা নতুন সিনেমা 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর (Spider-Man: No Way Home) উপর ভিত্তি করে ভুয়ো লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। সেই লিঙ্ক দিয়ে তাঁদের ব্যাঙ্কের সমস্ত তথ্য চুরি করে নিচ্ছে। শুক্রবার এমনটাই জানিয়ে সতর্ক করলেন সাইবার-নিরাপত্তা গবেষকরা