নয়াদিল্লি: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death) ও সংক্রমণ (Daily Case) কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৪ জনের। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ১৪৫ জন। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ২৮৯। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯।  অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৮৩ হাজার ৯১৩। যা মার্চ ২০২০ সাল থেকে এই সময়কাল পর্যন্ত সবথেকে কম।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৪২২জনের।





 


 


এদিকে মাত্র তিনদিনেই সংক্রমিতের সংখ্যা পৌঁছচ্ছে দ্বিগুণে। ডেল্টার থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পর্যবেক্ষণ, শিরদাঁড়া দিয়ে বইয়ে দিচ্ছে হিমেল স্রোত। মাত্র ৩ সপ্তাহ আগে করোনার নতুন প্রজাতি ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঝ ডিসেম্বরেই দুই আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার ৮০টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ২ লক্ষ। মার্কিন মুলুকে গত একমাসে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে ৪৫ শতাংশ। দক্ষিণ আফ্রিকায় একদিনে সংক্রমিত ২০ হাজার ৭১৩।


আর এরই মধ্যে ব্রিটেনে প্রাণ কেড়েছে ওমিক্রন। অর্থাৎ করোনার এই নতুন প্রজাতি এখন প্রাণঘাতী। এই প্রেক্ষাপটে আশঙ্কা বাড়িয়ে জাতীয় কোভিড সুপারমডেল কমিটির প্রধান এম বিদ্যাসাগর সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, "কোভিডের তৃতীয় ঢেউ সম্ভবত, আগামী বছরের শুরুতে ভারতে আছড়ে পড়তে পারে। দেশের বড় অংশের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ফলে, দ্বিতীয় ঢেউয়ের মতো ততটা মারাত্মক হবে না। তাঁর মতে, ডেল্টাকে সরিয়ে ওমিক্রনের সংক্রমণ শুরু হল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়বে।''


আরও পড়ুন: Ayurveda-Yoga in Syllabus: প্রাক প্রাথমিক থেকেই পড়তে হবে যোগ-আয়ুর্বেদ, অপেক্ষা কেন্দ্রীয় অনুমোদনের