এবিপি আনন্দ: পুজোয় বাংলার বক্স অফিসে মুক্তি পাবে চার-চারটি ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘গুমনামী’ ও দেবের ‘পাসওয়ার্ড’ পাশাপাশি রয়েছে কোয়েলের ‘মিতিন মাসি’ ও পরমব্রত সত্যান্বেষী ব্যোমকেশ। ২০ সেপ্টেম্বর আবার মুক্তি পাবে ঋতব্রতর  ‘গোয়েন্দা জুনিয়র’। সময়ের সামান্য হেরফেরে সেলুলয়েডে তিন ভিন্ন গোয়েন্দা। ওয়েব দুনিয়াতেও গোয়েন্দা গল্পের রমরমা। দেখে নেওয়া যাক সাম্প্রতি কিছু গোয়েন্দা কাহিনির ঝলক।


সত্যান্বেষী ব্যোমকেশ


সেভেন্টি এম এম স্ক্রিন থেকে অন্তর্জালের দুনিয়া। সবেতেই গোয়েন্দা গল্পের রমরমা। পুজোয় এই তালিকায় রয়েছে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। প্রথমবার ব্যোমকেশের জুতোয় পা গলিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর দোসর অজিত হয়েছেন রুদ্রনীল সেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যাযের গল্প ‘মগ্ন মৈনাক’ অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অঞ্জন দত্ত। তার মেন্টরশিপেই ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।



মিতিন মাসি


পুজোয় বড়পর্দায় প্রথমবার দেখা যাবে মিতিন মাসিকে। সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে মগজাস্ত্র খরচ করার পাশাপাশি মারকাটারি অ্যাকশন দৃশ্যও করতে হয়েছে কোয়েল মল্লিককে। ‘হাতে মাত্র তিনটে দিন’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। পার্থ মেসোর চরিত্রে অভিনয় করেছেন শুভ্রজিৎ কুণ্ডু। রয়েছেন বিনয় পাঠক এবং জুন মালিয়াও।



গোয়েন্দা জুনিয়র


পুজোর কিছুদিন আগেই বড়পর্দায় গোয়েন্দা হিসেবে অভিষেক হচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়ের। পরিচালক মৈনাক ভৌমিকের এই কিশোর গোয়েন্দা ‘গোয়েন্দা জুনিয়র’ হিসেবেই বড় রহস্যের সমাধান করবে। ফের একবার মৈনাকের সিনেমায় বাবা শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঋতব্রত। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন।



ওয়েবে বার্ড অফ ব্লাড


ওয়েবের পর্দাতেও গোয়েন্দা কাহিনির রমরমা। শাহরুখ খান প্রযোজিত ‘বার্ড অফ ব্লাড’-এ গোয়েন্দা কবীর আনন্দ ওরফে অ্যাডোনিসের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। সিরিজে রয়েছেন বিনীত কুমার সিং, শোভিতা ধুলিপালা, কীর্তি কুলহারি, আমায়রা দস্তুর। ২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।




আমাজনে দ্য ফ্যামিলি ম্যান

আমাজন প্রাইমের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ জাতীয় গোয়েন্দা সংস্থার অফিসার শ্রীকান্তের পেশাগত জীবনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনের কাহিনিও ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীর পাশাপাশি সিরিজে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি, গুল পনাগ, শরদ কেলকর, দলিপ তাহিল। সিরিজের ১০টি এপিসোড দেখা যাবে ২০ সেপ্টেম্বর থেকে।

নেটফ্লিক্সে আনবিলিভেবল


১৩ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘আনবিলিভেবল’। সিরিজে দুই মহিলা গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন টোনি কোলেট, মেরিট ওয়েভার। ইজরায়েলের অন্যতম সেরা মোজাড স্পাই (Mossad spy) এলি কোহেনের জীবন অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের সিরিজ দ্য স্পাই। সিরিজে এলি কোহেনের ভূমিকায় অভিনয় করেছেন সাশা ব্যারন কোহেন। ৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিরিজটি।