কলকাতা: ইতিহাসের চরিত্রকে ফুটিয়ে তোলা তো নেহাত সোজা নয়। আর সেখানে যদি জড়িয়ে থাকে বাঙালির আবেগ.. তখন সেই ছবির প্রস্তুতি তো জোরদার চলবেই। শুভ্রজিৎ মিত্রের (Subhraji Mitra) আগামী ছবি দেবী চৌধুরানী (Devi Chowdhurani)-র মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর, সেই চরিত্রের কারণেই, ঘোড়া চালানোর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী।
বর্ষার সকালে, ময়দানে বাধ্য ছাত্রীর মতোই হাজির হচ্ছেন শ্রাবন্তী। তারপরে কয়েক ঘণ্টা চলছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ। সাদা-হলুদ টি-শার্টে 'কুইন' লেখা, সঙ্গে কালো ডেনিম, এই পোশাকেই প্রথমদিন প্রশিক্ষণ নিতে এসেছিলেন শ্রাবন্তী। চোখে সানগ্লাস থাকলেও, প্রশিক্ষণের সময় তা খুলে নেন। হেলমেট মাথায় দিয়ে চলে প্রশিক্ষণ।
শুধু ঘোড়া চালানো নয়, তলোয়ার চালানোরও প্রশিক্ষণ নিতে হবে তাঁকে। এই সপ্তাহেই চলবে সেই প্রশিক্ষণ। শ্রাবন্তীর সঙ্গে তলোয়ার খেলা শিখবেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। এরপরে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-র ও এই প্রশিক্ষণ নেওয়ার কথা। শ্রাবন্তী নিয়ে এই চরিত্রটাকে আত্মস্থ করার জন্য যথেষ্ট খাটছেন। সমস্ত প্রশিক্ষণের সময় হাজির থাকছেন শুভ্রজিৎও। তাঁর পরিকল্পনা মতোই প্রশিক্ষণ হোক, চান পরিচালক।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে এমনিতেই উত্তেজনা চরমে। 'দেবী চৌধুরানী' তথা বঙ্গের ব্যান্ডিট ক্যুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই খবর এতদিনে সকলের জানা। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে।
বহু প্রতীক্ষিত এই বিগ বাজেট ছবি দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে, ৭টি ভিন্ন ভাষায়। এটিই প্রথম বাংলা ছবি যার এমন প্যান ইন্ডিয়া মুক্তি হবে। ছবির গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ।