Srabanti-Prosenjit: অপেক্ষা আর কতদিনের? আগামী বছর কবে মুক্তি পাবে শ্রাবন্তী-প্রসেনজিৎ-এর 'দেবী চৌধুরানী'?

Devi Chowdhurani News: এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন নায়িকা শ্রাবন্তী। শিখতে হয়েছে তলোয়ার চালানো থেকে শুরু করে ঘোড়ায় চড়া।

Continues below advertisement

কলকাতা: এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে যথেষ্ট। ছবির শ্যুটিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়েই পুঙ্খানুপুঙ্খ নজর রয়েছে সবারই। এবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার। অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। আর এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার, সঙ্গে মুক্তির দিন। যে ছবির দেখার জন্য অপেক্ষায় সবাই, অবশেষে জানা গেল, কবে সেই ছবি মুক্তি পাবে বড়পর্দায়। কথা হচ্ছে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)-র নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

Continues below advertisement

আজ যে পোস্টার মুক্তি পেল সেখানে দেখা যাচ্ছে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর কপালে সিঁদুরের তিলক, লম্বা চুল, গোটা মুখ ঢাকা দাড়ি গোঁফে। অন্যদিকে শ্রাবন্তীর পরণে আগুনরঙা পোশাক। এক হাতে ধনুক, অন্য হাতে তলোয়ার। হাওয়ায় উড়লে এক ঢাল চুল। গলায় রুদ্রাক্ষের মালা। এই পোস্টারে যেটা নজর কাড়ছে, সেটা হল মুক্তির দিন। এই সিনেমাটির মুক্তির দিন হিসেবে লেখা রয়েছে মে ২০২৫। অর্থাৎ আগামী বছর মুক্তি পাবে ছবিটি। খোঁজ নিয়ে জানা গেল, মে মাসের প্রথমেই, অর্থাৎ ১ তারিখই মুক্তি পাচ্ছে এই ছবিটি। 

এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন নায়িকা শ্রাবন্তী। শিখতে হয়েছে তলোয়ার চালানো থেকে শুরু করে ঘোড়ায় চড়া। এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ ও সব্যসাচী চক্রবর্তী। মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। সব্যসাচী অসুস্থ হয়ে পড়ার পে তাঁর অংশের শ্যুটিং বন্ধ ছিল। ব্যস্ত ছিলেন কিঞ্জলও। সদ্য শেষ হয়েছে সব্যসাচী ও কিঞ্জলের অংশের শ্যুটিং। বাকি ছবির গ্রাফিক্স ও স্পেশাল এফেক্টটের কাজ চলছে বর্তমানে। আপাতত সেই নিয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক শুভ্রজিৎ।

 

আরও পড়ুন: Neem Phuler Madhu: 'নিম ফুলের মধু'-তে 'বাবুর বাবু'-র চরিত্রে কোন অভিনেতা? ঝলক দেখে চিনতে পারলেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola