ঢাকা: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে এলেন ইসকন ৭৫ জন ভক্ত। ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, খুলনা সহ একাধিক জায়গা থেকে ভারতে এলেন ভক্তরা। বেনাপোল ইমিগ্রেশনে নিয়মকানুন সম্পূর্ণ হওয়ার পরে ভারতে প্রবেশ করেন তাঁরা।


ধর্মীয় আচার পালন করতে ভক্তরা ভারতে গেছেন বলে জানান ঢাকার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাইদয়াল দাস ব্রহ্মচারী। আগে ৩০ নভেম্বর ও পয়লা ডিসেম্বর বেনাপোল চেকপোস্টে ইসকনের ৮৩ ভক্তকে ভারতে আসতে বাধা দেওয়া হয়। সন্দেহজনক যাত্রা মনে করে ভক্তদের আটকানো হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের অফিসাররা। 


এদিকে, অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।


আরও পড়ুন, 'চিন্ময়কৃষ্ণের হয়ে দাঁড়ালেই গণপিটুনি', বাংলাদেশে চরম হুঁশিয়ারি বিরোধী আইনজীবীদের


পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনা। দোয়ারা বাজার এলাকাতেও হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক লুঠপাট চলে। দোয়ারা থানা ঘেরাও করে হামলাকারীরা। আকাশ দাস নামে এক হিন্দু যুবককে খুঁজছে মুসলমানদের একাংশ। প্রকাশ্যে তাঁর নাম করে খুনের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে সেনা নামানো হলেও আক্রমণ রুখতে ব্যর্থ তারা।


নীলফামারী জেলাতেও হিন্দুদের ওপর ব্যাপক হামলার ঘটনা সামনে এসেছে। একাধিক বাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। একাধিক জায়গায় লুঠপাটও চালায় হামলাকারীরা।


এদিকে, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। বনগাঁর পেট্রাপোল সীমান্তে প্রতিদিনই বাংলাদেশ থেকে ফেরার ভিড়। ভিসার মেয়াদ ফুরোনোর আগেই তড়িঘড়ি দেশে ফিরছেন অনেকেই। আবার বাংলাদেশের বাসিন্দা হয়েও এপারে এসেছেন নিরাপত্তার জন্য। হিন্দুদের কোনও নিরাপত্তা নেই। বিনা বিচারে অভিযুক্তকে আটকে রাখা হচ্ছে। ন্যায় বিচারের প্রক্রিয়া আটকাতে আইনজীবীদের ওপর হামলা হচ্ছে। এইসব ঘটনা বন্ধে কোনও পদক্ষেপ না নিলেও, ত্রিপুরায় আগরতলার  কনস্যুলেটে কাজকর্ম বন্ধ করল ইউনূস সরকার। অন্যদিকে, বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে তলব করা হয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে।                                                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে