কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' (Cyclone Remal)। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সতর্ক সবাই। প্রত্যেক স্তর থেকেই নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। কিন্তু যাদের জন্য তৈরি হয় না কোনও বিশেষ ব্যবস্থা? যারা রাস্তায় থেকে মোকাবিলা করে বিপদের মুখে প্রাণ বাঁচানোর জন্য? সেই সমস্ত অবলা পশুপাখিদের বাঁচানোর জন্য বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। 


অভিনেত্রী পশুপ্রেমী এই খবর কারও অজানা নয়। পথকুকুর থেকে শুরু করে অন্যান্য পশুপাখি, অবলা প্রাণী প্রত্যেকেরই পাশে দাঁড়ানোর চেষ্টা করেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। সেখানে লেখা রয়েছে, 'ঘূর্ণিঝড়ের সময় রাস্তার কুকুর বেড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে ওদের অমানবিকের মতো তাড়িয়ে দেবেন না। ওদেরও প্রাণ আছে, মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।'


প্রসঙ্গত, শ্রীলেখার বাড়িতেও একাধিক পোষ্য রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই দেশি কুকুর। শ্রীলেখা বিদেশি কুকুর রাখার তেমন পক্ষপাতী নন, বরং যে সমস্ত কুকুরদের সাধারণ মানুষেরা ততটা সমাদর করেন না, তাদেরই বাড়িতে রাখের শ্রীলেখা। তবে কেবল বাড়ির পোষ্য নয়, নিয়মিতভাবে পথকুকুর ও বেড়ালদের খাবার খাওয়ান শ্রীলেখা। তিনি যুক্ত রয়েছেন পশুদের নিয়ে কাজ করে এমন একাধিক সংস্থার সঙ্গেও। কোনও পথকুকুর বা বেড়াল অসুস্থ হলে উদ্ধারের জন্য এগিয়ে আসে এই সমস্ত সংস্থাগুলি। পোষ্যদের নিয়ে একাধিকবার তাঁর আবাসনের অন্যান্য বাসিন্দাদের রোষের মুখেও পড়েছেন শ্রীলেখা। তবে এই বিষয়ে চিরকালই বিপুল সমর্থন রয়েছেন অভিনেত্রী। 


কাজের দিক থেকে, সদ্য, 'নেগেটিভ' (Negative) ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। তিনি দীর্ঘদিন থেকেই নাচ করেন, ছোট থেকেও শিখেছেন শাস্ত্রীয় নৃত্য। তবে শ্রীলেখাকে পর্দায় আইটেম ডান্স করতে দেখা যায়নি তেমন। এই ছবিতে আইটেম ডান্স করে তাক লাগিয়ে গিয়েছেন অভিনেত্রী। বাপ্পার পরিচালনায় শ্রীলেখার এই আইটেম ডান্সের ছবি প্রথম প্রকাশ্যে এনেছিল এবিপি লাইভই। পর্দায় অভিনব এই সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিতই হয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, 'এটা বিশাল বড় প্রাপ্তি আমার'।


 



 


আরও পড়ুন: Prosenjit-Rituparna: কনের সাজে প্রথম দেখা, ঋতুর সঙ্গে আলাপ করে মনে হয়েছিল, বাচ্চা মানুষ করতে হবে: প্রসেনজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।