কলকাতা: দুই নায়িকার মধ্যে নাকি বন্ধুত্ব হয় না? এই ধারণাকে বার বার চ্যালেঞ্জ জানিয়েছে টলিউড। ফের একবার নায়িকার পাশে দাঁড়াচ্ছেন অপর নায়িকারা। শ্রীলেখা মিত্রের পশুপ্রেম অজানা নয় কারোরই। তবে বিদেশি কুকুর নয়, বাড়িতে একাধিক দেশি পোষ্য রয়েছে তাঁর। তবে সম্প্রতি অভিনেত্রীর আবাসনে এই নিয়ে সমস্যার সৃষ্টি হয়। 'রাস্তার কুকুর' খাওয়ানো ও তাদের বাড়িতে রাখার জন্য আবাসনের বাসিন্দাদের সঙ্গে বিবাগে জড়ান শ্রীলেখা। সেই বিবাদের সূত্র ধরেই শ্রীলেখার পাশে দাঁড়ালেন টলিউডের আরও দুই অভিনেত্রী, দিতিপ্রিয়া রায় ও রূপসা চট্টোপাধ্যায়। 


শ্রীলেখা মিত্র। তিনি বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। এক সময় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে। এখনও ছবির জন্যই তিনি ডাক পান ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। তবুও তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। তিনি যে আবাসনে থাকেন, সেখানেও তাঁকে নিয়ে অশান্তির শেষ নেই। কারণ? তিনি যে আর পাঁচজনের থেকে একটু আলাদা। তিনি মানুষের পাশাপাশি অবলা জীবজন্তুদের কথাও ভাবেন। বিশেষ করে আমাদের চারপাশে থাকা অবলা সারমেয়গুলোর কথা তিনি ভাবেন। যখন আশেপাশের কেউ ওদের মুখে দুমুঠো খাবার তুলে দেয় না, শ্রীলেখা মিত্র দেন। যখন চারপাশে কেউ ওদের চিকিৎসার কথা ভাবে না, শ্রীলেখা মিত্র করান। তিনি নিজের যোগ্যতায় রোজগার করা অর্থ দিয়ে যথাসম্ভব চেষ্টা করেন অবলা কুকুরগুলোর পাশে দাঁড়ানোর। আর এই কাজের জন্যই তাঁকে বারবার বিতর্ক থেকে অশান্তির মধ্যে পড়তে হয়েছে।


ফেসবুক লাইভে এসে নিজের আবাসনের সমস্যার কথা জানিয়েছিলেন শ্রীলেখা। এরপরেই খবর ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন দিতিপ্রিয়া রায়। সেখানে তিনি বলেন, অনেকদিন থেকেই তিনি শ্রীলেখা মিত্রকে ঘিরে বিতর্ক দেখছেন। কিন্তু এবার বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে কারণ বলা হচ্ছে কুকুরদের বিষ খাওয়ানো হবে। তীব্র নিন্দা করে সমস্ত পশুপ্রেমীদের এই ঘটনার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন তিনি। প্রসঙ্গত, নিজের বাড়িতেও পোষ্য রয়েছে দিতিপ্রিয়ার। অভিনেত্রীর এই ভিডিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে তাঁকে ধন্যবাদ দেন শ্রীলেখা। 


কেবল দিতিপ্রিয়া নন, শ্রীলেখার পাশে দাঁড়িয়েছেন রূপসাও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেন, 'যদি রাস্তার কুকুরকে ভালো না বাসতে পারেন, তাহলে বাসতে হবে না। কিন্তু যাঁরা কুকুরকে একটু খেতে দিচ্ছে, একটু আশ্রয় করে দিচ্ছে, তাঁদের কেন বিরক্ত করছেন।' সেই সঙ্গে রূপসা তুলে ধরেন ছোটদের সামনে বড়দের খারাপ ভাষা ব্যবহার করার বিষয়টিও। শ্রীলেখা রূপসার এই সমর্থনেও আপ্লুত।