কলকাতা: ব্যক্তিগত জীবনে ঝড়, 'ঘরভাঙানি'-র তকমা, অভিনয় জীবন, সব পেরিয়ে আজ তাঁর জন্মদিন। কিছুদিন আগেই প্রচারের আলোয় চলে এসেছিলেন তিনি। তবে অভিনয়ের জন্য নয়, বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ও তাঁর স্ত্রীর দায়ের করা অভিযোগের জেরে। সমস্ত কিছু ছেড়ে, শহর থেকে অনেক দূরে আজকের দিনটা উদযাপন করলেন শ্রীময়ী চট্টরাজ। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও।


কালো গাউন, মাথায় মুকুট, লাল লিপস্টিকে উপচে পড়ছে হাসি। সোশ্য়াল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। ক্যাপশানে লিখেছেন, 'আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার সমস্ত বন্ধু, শুভাকাঙ্খী যাঁরা ভালোবাসা দিয়ে আমার জন্মদিনটাকে ভরিয়ে তুলেছেন, তাঁদের অনেক ভালোবাসা। এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অবাক। এই জন্মদিন আমার জীবনের সেরা জন্মদিন। আমার চিরকাল এই মুহূর্তগুলো মনে থাকবে। সবাইকে আরও একবার ধন্যবাদ।' কেক থেকে শুরু করে পায়েস, ফুলের সাজ, সমস্তই তৈরি ছিল শ্রীময়ীর জন্য। সকালবেলা একেবারে সাবেকিভাবেই পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেছেন শ্রীময়ী। আর সন্ধেটায় একবারে সাহেবি ধাঁচে কেক কেটে দিনটা কাটালেন তিনি।


বর্তমানে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীময়ী। তবে সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে। যদিও এই ঘটনাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শ্রীময়ী জানান, কাঞ্চনের সঙ্গে তাঁর স্নেহের সম্পর্ক। অভিনয়ের অনেক কিছু কাঞ্চনের থেকে শিখেছেন তিনি। কাঞ্চনের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে তাঁর। কাঞ্চন মল্লিকে স্ত্রী পিঙ্কির সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলেই দাবি করেছিলেন শ্রীময়ী। এই জন্মদিনে কাঞ্চন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও সূত্রের খবর।


গত ২১ জুন একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পিঙ্কিকে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছেন শ্রীময়ী ও কাঞ্চন। পাল্টা অভিযোগ দায়ের করেছেন কাঞ্চনও। পরেরদিনই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মুখ খোলেন শ্রীময়ী। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য রাখেন তিনি।