মুম্বই: প্রায় তিন দশক কেটে গিয়েছে অনিল কপূর-শ্রীদেবী অভিনীত সেই সিনেমা মুক্তির পর। কিন্তু আজও কোথাও 'মোগ্যাম্বো খুশ হুয়া' বা 'কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত' শুনলে নব্বইয়ের দশকে জন্মেছেন যাঁরা, তাঁরা নস্টালজিক হয়ে পড়েন । হ্যাঁ শেখর কপূর পরিচালিত ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার হিট ছিল। বেশ কয়েক বছর ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে শীঘ্রই এই ছবির সিকুয়েল তৈরি হবে। তবে প্রযোজক হিসেবে বনি কপূর ছবিটি নিয়ে আগ্রহী হলেও, এপ্রসঙ্গে এখনই কিছু বলতে রাজি হননি শ্রীদেবী। তাঁর কথায় এত তাড়াতাড়ি এপ্রসঙ্গে কোনও মন্তব্য করা সম্ভব নয়।
তবে সাম্প্রতিক এক জল্পনায় শোনা গিয়েছে, 'মিস্টার ইন্ডিয়া টু' হবে, এবং সেখানে মায়ের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন মেয়ে জাহ্নবী। তবে ছবিতে অনিল এবং শ্রীদেবী যেমন থাকবেন, তেমনই নতুন তরুণ জুটিও থাকবে। সেই তরুণ জুটির অন্যতমই হবেন জাহ্নবী। সূত্রের খবর, রবি উদয়ওয়ার যিনি অভিনেত্রীর 'মম' ছবির পরিচালক ছিলেন, তিনিই হয়তো 'মিস্টার ইন্ডিয়া টু'র পরিচালনার দায়িত্বে থাকবেন।
'মিস্টার ইন্ডিয়া টু'-তে একসঙ্গে অভিনয় করবেন শ্রীদেবী-জাহ্নবী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 02:24 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -