মুম্বই: দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যুর সময়ই মুম্বইয়ের বাড়িতেই ছিলেন তাঁর দুই মেয়ে জাহ্নবি ও খুশি কাপূর। শ্রীদেবীর মৃত্যুর খবর জানার পর রাতেই জাহ্নবি ও খুশির সঙ্গে দেখা করতে পৌঁছন পরিচালক কর্ণ জোহর। এরপরই ভাই অর্জুন কাপূরও দুবাই থেকে মুম্বইতে ফিরে আসেন। তারপর একের পর এক বলিউড তারকারা বাড়িতে আসতে শুরু করেন। মাতৃহারা শ্রীদেবীর দুই কন্যার সঙ্গে গিয়ে দেখা করেন বলিউড অভিনেত্রী রেখাও।
রেখাকে অনিল কাপূরের বাড়ির বাইরে দেখা গিয়েছে এবং তাঁর কয়েকটি ছবিও সামনে এসেছে। উল্লেখ্য, শ্রীদেবী ও রেখার সম্পর্ক ছিল দারুণ।