চেন্নাই: শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে চমকপ্রদ তথ্য দিলেন তাঁর মামা বেণুগোপাল রেড্ডি। তাঁর বক্তব্য, স্বামী বনি কপূরের আর্থিক অবস্থার অবনতি হওয়ায় মনকষ্টে ভুগছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার।
বেণুগোপাল বলেছেন, বাইরে থেকে দেখলে শ্রীদেবীকে সুখী বলে মনে হত। কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করতে হয় তাঁকে।
এক সংবাদ চ্যানেলে সদ্যপ্রয়াত অভিনেত্রীর মামা বলেছেন, কিছু ছবিতে টাকা বিনিয়োগ করে লোকসানে পড়েন বনি। সেই ক্ষতিপূরণ করতে তাঁদের শ্রীদেবীর সম্পত্তি বেচতে হয়। সেই কষ্ট শ্রীদেবী ভুলতে পারেননি। তিনি শান্তিতে ছিলেন না, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই যন্ত্রণা বুকে করেই প্রাণ গিয়েছে তাঁর। কিন্তু বাইরের জগতের সামনে হাসিমুখে থাকতেন তিনি।
বেণুগোপাল আরও বলেছেন, বনি একটি ছবি প্রযোজনা করেন, যেটি মুক্তি পায়নি। তখন থেকেই তাঁদের আর্থিক সমস্যা শুরু হয়। স্বামীর ধার মেটাতে নিজের সম্পত্তি বিক্রি করে দেন শ্রীদেবী। মূলত এই আর্থিক কারণেই তিনি আবার ফিরে আসেন ছবির জগতে।
গত মাসের শেষে দুবাইতে আচমকা প্রয়াত হন শ্রীদেবী। গতকাল চেন্নাইতে হয় তাঁর প্রার্থনা সভা।
অনেক যন্ত্রণা নিয়ে গিয়েছেন শ্রীদেবী, আর্থিক সমস্যায় ভুগছিলেন, বললেন তাঁর মামা
ABP Ananda, Web Desk
Updated at:
11 Mar 2018 05:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -