লাহৌর: পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফের মুখে কালি লেপে দিল এক ব্যক্তি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সম্মেলনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন পিএমএল-এন কর্মীরা।
গতকাল রাতে শিয়ালকোটে দলীয় সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন আসিফ। সেই সময় তাঁর কাছেই দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তি কালি ছোড়েন। তাঁর দাবি, সংবিধানে পয়গম্বর মহম্মদের শেষ অবস্থার বিষয়টি বদল করার চেষ্টা করেছে আসিফের দল। এতে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই তিনি পাক বিদেশমন্ত্রীর মুখে কালি ছোড়েন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম ফৈয়জ রসুল। তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তিনি দাবি করেছেন, পয়গম্বর মহম্মদের বিষয়ে সংবিধানে যে বদল আনার চেষ্টা চলছে, তাতে কোটি কোটি পাকিস্তানির ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই তিনি এই কাজ করেছেন।
পাক বিদেশমন্ত্রী বলেছেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। মনে হচ্ছে আমার মুখে কালি ছোড়ার জন্য প্রতিপক্ষরা তাঁকে টাকা দিয়েছিল। তবে এতে আমার কোনও ক্ষতি হবে না। আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছি। পুলিশকে বলেছি তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়।’
দলীয় সম্মেলনে পাক বিদেশমন্ত্রীর মুখে কালি
Web Desk, ABP Ananda
Updated at:
11 Mar 2018 02:39 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -