জাহ্নবীকে তাঁর একুশের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন, তাঁদেরই তুতো বোন সোনাম কপূর। সোনামের কথায়, জাহ্নবী আজ এক মিষ্টি মেয়ের থেকে কঠিন নারীতে পরিবর্তিত হলেন। এমন একজন নারী, যে জীবনের যেকোনও ঝড় সামলাতে প্রস্তুত। জাহ্নবীর একটি ছবি দিয়ে সোনাম লেখেন,
শুধু সোনাম নন, জাহ্নবীকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিয়েছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।
সম্প্রতি সদ্য মাতৃহারা জাহ্নবী ইন্সটাগ্রামে তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট লেখেন। সেখানে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজেদের বাবা-মাকে যথেষ্ট সম্মান করা, শ্রদ্ধা করা এবং অবশ্যই যথেষ্ট সময় দেওয়া। বলিউডে তাঁর প্রথম ছবি মুক্তির আগেই তিনি তাঁর মাকে হারিয়েছেন। সারা দুনিয়া শ্রীদেবীর মৃত্যুতে আঘাত পেয়েছে। কিন্তু মা হারানোর যন্ত্রণা একমাত্র তিনিই বোঝেন, যাঁর সেই ক্ষতি হয়েছে।