কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক তিনি। শুধু কী বাংলা? তিনি পা রেখেছেন বলিউডেও। ইতিমধ্যেই একাধিক ছবির পরিচালনা করে ফেলেছেন। কিন্তু কী হত যদি রুপোলি পর্দার জগতে পাই না রাখতেন তিনি? যদি লাইটস, ক্যামেরা, অ্যাকশনের জগতের বাইরে হত তাঁর জীবন? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 


ক্রীড়া সাংবাদিক সৃজিত!


পরিচালনা তাঁর পেশা, আর নেশা, ক্রিকেট। সৃজিত মুখোপাধ্যায়ের ক্রিকেট প্রেমের কথা তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেরই জানা। আইপিলের মরসুমে ছবির মুক্তি, প্রচার, শ্যুটিংয়ের থেকে সময় বের করেও নিয়মিত আইপিএলের দর্শক তিনি। শুধু তাই নয়, আইপিএল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগও খেলছেন তিনি। যদি পরিচালক না হতে সৃজিত?এবিপি লাইভের প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র চিন্তা না করে সৃজিত বললেন, 'ক্রীড়া সাংবাদিক হতাম। এটা নিয়ে চিন্তাভাবনার কোনও জায়গাই নেই।' কেন? মজার মোড়কে অথচ মুখ গম্ভীর করে সৃজিত বললেন, 'সবার উপরে ক্রিকেট সত্য, তাহার উপরে নাই।' সিনেমারও ওপরে? ঠোঁট উল্টে হাত ছড়িয়ে সৃজিত ফের বললেন, 'অবশ্যই। কোনও তুলনাই চলে না।' তারপরেই ফের গলার স্বরে হাসি মিশিয়ে সৃজিত বললেন, 'ভেবেছিলাম সাংবাদিক হব। তারপর একটা ছবি বানালাম, হিট হয়ে গেল। সবাই দেখলেন.. আর কী, এখানেই রয়ে গেলাম।'


আরও পড়ুন: 'যে ইতিহাস আমরা জানতে পারি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী'


 


নতুন ছবি ও সৃজিত


সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম'। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। সৃজিতের মতে, কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না। তাঁর থেকে নতুন মুখেরা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলেই আশা সৃজিতের। তাঁর কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'