কলকাতা: ক্যামেরায় চোখ রাখছেন যিনি, তিনি সামাজিক মাধ্যমেও সমান সাবলীল। মজার মিম থেকে শুরু করে কাজের যাবতীয় খবর, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, সবই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। আপাতত মুম্বইতে কাজে ব্যস্ত পরিচালক। আর আগামী মাসের শুরুতেই বাংলায় মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত নতুন ছবি। 'কাকাবাবুর প্রত্যাবর্তন (Kakababur Protyaborton)' থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা, এবিপি লাইভে অকপট সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 


সোশ্যাল মিডিয়ায় 'কাকাবাবু'-কে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি। শুধু কি তাই, 'কাকাবাবু'-র টিজার, ট্রেলার, গান ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভিউ ছাড়িয়ে গিয়েছে কয়েক লক্ষ্য। কেমন লাগছে দর্শকদের এই উচ্ছ্বাস? হাসিমুখে সৃজিত বললেন, 'প্রশংসা কার না ভালো লাগে! আমারও খুব ভালো লাগে মানুষ যখন নিজেদের ভাললাগা প্রকাশ করেন আমার কাজ নিয়ে। মানুষ যদি প্রেক্ষাগৃহে গিয়ে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দেখে প্রশংসা করেন, আরও ভালো লাগবে।' 


তবে সোশ্যাল মিডিয়ার পথ নেহাত কুসুমাস্তীর্ণ নয়। অন্যান্য তারকাদের মত হামেশাই ট্রোলিং-এর স্বীকার হন পরিচালক সৃজিতও। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং, সমালোচনা মানসিকভাবে কোনও প্রভাব ফেলে পরিচালকের ওপর? সৃজিত বলছেন, 'ট্রোলিংটা সোশ্যাল মিডিয়ায় আবর্জনার মত। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটেন, রাস্তার পাশে যে আবর্জনা থাকে সেটায় কী মনোনিবেশ করেন? করেন না। ট্রোলিংটাও খানিকটা তেমনই।'


আরও পড়ুন: 'কাকাবাবু ছোটদের ছবি কিন্তু বাচ্চারাই এখনও ভ্যাকসিন পায়নি', আফশোস সৃজিতের


নতুন ছবি নিয়ে কী প্রত্যাশা পরিচালকের? সৃজিত বলছেন, 'আমি খুব উৎসাহী, কিন্তু সত্যি বলতে গেলে পুজোটা একটু মিস করছি। কাকাবাবুর সঙ্গে পুজোর একটা যোগ রয়েছে। ছবিটা পুজো বা ক্রিসমাসে মুক্তি পেলে বাচ্চারা অনেক বেশি আসতে পারত। কাকাবাবু বাচ্চাদের ছবি, আর তাদেরও এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়নি। তার ওপর এখন মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলছে। বাচ্চাদের নিয়ে পরিবার কতটা আসবে সেই প্রশ্নচিহ্ন তো রয়েছেই। থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'