কলকাতা: আসন সংরক্ষণ ইস্যুতে জ্বলছে বাংলাদেশ। বর্তমানে পরিস্থিতি একটু শান্ত হলেও, প্রাণ গিয়েছে শতাধিক ছাত্র-ছাত্রীর। আর সেই ছবিই কাঁচা হাতের আঁকায় ফুটিয়ে তুললেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র কন্যা আইরা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন সৃজিত। বললেন, মিথিলা, তাহসান আর আইরার জন্য তাঁর গর্বের কথা। 


সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন সৃজিত। কাঁচা হাতের আঁকায় ফুটে উঠেছে বিদ্রোহের ছবি। যুদ্ধের ছবি। মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়ার ছবি। গুলি-গোলা-বন্দুকের ছবি। আর তার উপরে লেখা সায়ান-এর একটি গান, 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি'। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়ে সৃজিত লিখেছেন, 'বর্তমান আমার ছোট্ট রাজকুমারীর আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছবি। ওর জন্য গর্ব হয়। রাফিয়াত রশিদ-এর জন্য গর্ব হয়। তাহসানের জন্য গর্ব হয়। মায়ুম খান, মিসৌরী, মিম, ইরেশ জাকের, ডলি রশিদ, বেজলুর রাশিদ খান...  এই গ্রামটা আইরাকে বড় সুন্দরভাবে বড় করে তুলছে। 


আইরা তাহসান ও মিথিলার কন্যা। তাহসানের সঙ্গে মিথিলার বিবাহ-বিচ্ছেদ হওয়ার পরে, একমাত্র মেয়ে আইরাকে নিয়েই মিথিলা থাকেন। এরপরে মিথিলা সৃজিতের সঙ্গে বিবাহ করেন। কলকাতা ও ঢাকা মিলিয়েই মিথিলা থাকেন। বেশিরভাগ সময়েই ঢাকায় থাকেন আইরা। দাদু-ঠাকুমার কাছে। মাঝে মাঝে অবশ্য আইরা কলকাতায় আসেন। তবে সুযোগ পেলেই মেয়ের সঙ্গে সময় কাটান সৃজিত। তবে, কন্যার আঁকা দেখে আজ তাঁর মুখে পরিতৃপ্তির হাসি। আইরা খুব ভাল করেই বড় হচ্ছে, এই বিশ্বাস যেন রয়েছে তাঁর। 


আজই মুক্তি পেয়েছে সৃজিতের 'শেখর হোম' সিরিজের ট্রেলার। কে কে মেনন আর রণবীর শোরে রয়েছেন এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন দুই বাঙালি অভিনেতা। কৌশিক সেন ও রুদ্রনীল ঘোষ।


 






আরও পড়ুন: Srijit Mukherji: সৃজিতের 'শেখর হোম'-এ চমক কৌশিক-রুদ্রনীল, ট্রেলার প্রকাশ্যে আসতেই কী প্রতিক্রিয়া?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।