কলকাতা: খুব তাড়াতাড়িই শুরু হচ্ছে 'ফেলুদা'-কে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit MUkherji)-র নতুন ওয়েব সিরিজ 'ভূস্বর্গ ভয়ঙ্কর'-এর শ্যুটিং। ফেলুদা, লালমোহন আর বাকি গোটা দলবলকে নিয়েই 'ভূস্বর্গে' হাজির হলেন সৃজিত। আর আজ, কাশ্মীরে পৌঁছলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় বরফঢাকা সাদা পাহাড়ের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতারা।
বর্তমানে বলিউড ও টলিউড, দুই জায়গাতেই সমানভাবে কাজ করছেন টোটা। তবে সর্বদাই তিনি বলে এসেছেন, বাংলার জন্য চিরকালই তাঁর মনে একটি বিশেষ জায়গা থাকবে। বাংলার কাজ তাঁর কাছে প্রাধান্য পায়ও বটে। আর ফেলুদা তাঁর মনের যথেষ্ট কাছের একটা চরিত্র। ইতিমধ্যেই গত সিজনগুলির সৌজন্যে মানুষের মনে ফেলুদা হিসেবে নিজের ছবি আঁকতে সক্ষম হয়েছেন টোটা। পরিচালক সৃজিতের চোখেও সেরা ফেলুদা তিনিই। একাধিক সাক্ষাৎকারে সৃজিত বলেছেন, 'টোটার ফেলুদা লগ্নে জন্ম'। আর তাই, এবার নতুন গল্প বুনতে কাশ্মীর পাড়ি দিয়েছে গোটা টিম।
সোশ্যাল মিডিয়ায় একদিন আগেই একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বরফের পাহাড়ে ঢাকা একটি প্রান্তরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শীতপোশাকে মোড়া। ক্যাপশানে সৃজিত লিখেছিলেন, 'এটা ১৪ বছরের সেই কিশোরের সঙ্গে ফের একবার দেখা করার সময়, যে ভবানীপুরে থাকত। এক শিক্ষকের আঁকা ছবি আর কল্পনাকে ফিরিয়ে আনার সময় এখন। ঘড়ির কাঁটাকে উল্টোদিকে ঘোরানোর সময় এটা। ফেলুদা ফিরছে।' সেইসঙ্গে সৃজিত যোগ করে দিয়েছিলেন 'ভূস্বর্গ ভয়ঙ্কর' ট্যাগটিও।
'হইচই' (Hoichoi)-এর তরফে যে একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ফেলুদার নতুন সিজন। ইতিমধ্যেই ফেলুদার বেশ কয়েকটি সিজন মুক্তি পেয়েছে 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে। আর এবার, নতুন গল্প শোনার অপেক্ষায় দিন গুনছেন ফেলু-ভক্তরা। নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি বরফঢাকা পাহাড়চূড়ার ছবি শেয়ার করে নিয়েছেন পর্দার ফেলুদা টোটা। অন্যদিকে বিমানের মধ্যে টোটার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়ে অনির্বাণ জানিয়েছেন, তাঁরাও পাড়ি দিয়েছেন 'ভূস্বর্গে' -র উদ্দেশে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।