অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার নিন্দায় শাহরুখ
Web Desk, ABP Ananda | 13 Jul 2017 07:01 PM (IST)
লুধিয়ানা: অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি এই হামলাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছেন, ‘এই ধরনের হামলার মাধ্যমে ধর্মের অনুসারীদের বিশ্বাস কমবে না, বরং বেড়ে যাবে। এই ধরনের ঘটনা নিন্দাজনক।’ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অমরনাথ যাত্রীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। ৬ মহিলা সহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। ২০০১ সালের পর থেকে এখনও পর্যন্ত এটাই অমরনাথ যাত্রায় সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। আজ সেই হামলারই নিন্দা করলেন শাহরুখ। আসন্ন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এর একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের জন্য এখন পঞ্জাবে রয়েছেন শাহরুখ। এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন অনুষ্কা শর্মা। ৪ অগাস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।