নয়াদিল্লি: ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে কুলভূষণ যাদবের মা অবন্তিকাকে ভিসা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে পাকিস্তান। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গেলেও, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলের দাবি, পাকিস্তান এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কুলভূষণকে দেখা করার অনুমতি দেয়নি। এ বিষয়ে তাদের অবস্থানে কোনও বদল হয়নি। এমনকী, কুলভূষণের মা-কে ভিসা দেওয়ার বিষয়েও পাকিস্তান রাজি হয়েছে বলে সরকারিভাবে কিছু জানা যায়নি।


সোমবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ব্যক্তিগতভাবে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজকে চিঠি লিখে কুলভূষণের মা-কে ভিসা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু সেদিন পাল্টা সৌজন্য দেখাননি আজিজ। আজ অবশ্য পাকিস্তানের মনোভাব বদল হওয়ার ইঙ্গিত মিলেছে।

কুলভূষণের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এবং পাক আদালতে তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা নিয়ে বেশ কিছুদিন ধরেই দু দেশের মধ্যে চাপান-উতোর চলছে। আন্তর্জাতিক আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ দিয়েছে। এখনও পর্যন্ত ১৬ বার ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কুলভূষণকে দেখা করতে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি ইসলামাবাদ।