দীপাবলী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #সন্দেশটুসোলজার্স উদ্যোগে নিজের বার্তা পাঠিয়েছেন শাহরুখ। আমির খান, সলমন খান ও অক্ষয় কুমারের পথে হেঁটে তিনিও টুইটারে পেশ করেছেন নিজের বার্তা। তাতে শাহরুখ লিখেছেন, বিশ্বের সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। বিশেষ করে তাঁর শুভেচ্ছা দেশের সেনাবাহিনীকে, যাঁরা সীমান্ত সহ দেশের নানা জায়গায় অতন্দ্র প্রহরায় রয়েছেন।
সেনাকর্মীদের পরিবার ও সন্তানদের সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি। চলুন, দেখে নেওয়া যাক, শাহরুখের লেখা কবিতা।