কঙ্গনার সঙ্গে ছবি করতে না চাওয়ার গুজব অস্বীকার করলেন শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2017 02:07 PM (IST)
মুম্বই: তিনি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ছবি করতে নারাজ বলে যে খবর রটেছে তা অস্বীকার করলেন শাহরুখ খান। শোনা যাচ্ছিল, সঞ্জয় লীলা বনশালী শাহরুখকে তাঁর নতুন ছবির অফার করেন। কিন্তু নায়িকার চরিত্রে কঙ্গনা থাকবেন জেনে তা প্রত্যাখ্যান করেন শাহরুখ। কঙ্গনার প্রতি শাহরুখের এই রাগের কারণ, ‘রেঙ্গুন’ অভিনেত্রী বলেছেন, তিনি খানেদের সঙ্গে ছবি করতে চান না, কারণ তিনি চান, তাঁর চরিত্র পুরুষ শিল্পীদের সমান সমান হোক। কিন্তু এ নিয়ে প্রশ্ন করলে এসআরকে-র জবাব, কে এ কথা বলল? যা পড়বেন, সবটা বিশ্বাস করবেন না। শাহরুখ জানিয়েছেন, বনশালী তাঁকে দুটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন কিন্তু কোনওটিতেই এখনও রাজি হননি তিনি।