মুম্বই: অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘বদলা’-র সাফল্যের পর শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট আরও একটি সিনেমার জন্য ফের জুটি বাঁধল সুজয় ঘোষের সঙ্গে। এবার সুজয় এসআরকে-র সঙ্গে সহ প্রযোজকের ভূমিকায় থাকবেন। এসআরকে ও সুজয় ঘোষের যৌথ উদ্যোগে ‘বব বিশ্বাস’ নামে ওই সিনেমায় প্রধান চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। বিদ্যা বালন অভিনীত জনপ্রিয় ‘কহানি’ সিনেমার চরিত্র ‘বব বিশ্বাস’-কে ভিত্তি করে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসিয়ার ট্যুইটার হ্যান্ডেলে।



ট্যুইটার-পোস্টে শাহরুখকে সিনেমার প্রধান অধিনেতা অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে। লেখা হয়েছে, নমস্কার, বাউন্ড স্ক্রিপ্ট প্রোডাকশনের সঙ্গে আমাদের আগামী বব বিশ্বাস সিনেমার ঘোষণা করতে গিয়ে রোমাঞ্চিত। অভিনয়ে জুনিয়র বচ্চন, পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ।

এটাই রিট্যুইট করেছেন শাহরুখ।






দেখুন- ‘কহানি’ সিনেমার একটি দৃশ্যে বব বিশ্বাসের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়



‘বব বিশ্বাস’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটছে দিয়া অন্নপূর্ণা ঘোষের। এর আগে তাঁর শর্ট ফিল্ম ২০১৮-র কান চলচ্চিত্র উত্সবে নির্বাচিত হয়েছিল।
আগামী বছর এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা। মুক্তি পাবে আগামী বছরেই।