মুম্বই:  অতীতে সলমন খান, শাহরুখ খান, আমির খান, অজয় দেবগণ, অক্ষয় কুমাররা একসঙ্গে কাজ করলেও, ইদানিংকালে তাঁদের একসঙ্গে কোনও প্রজেক্টেই দেখা যাচ্ছে না। যদিও বা কোনও বলিউডি ছবিতে একসঙ্গে দুজন নায়ক অভিনয় করেন, তাহলে সেখানে কোনও এক মহাতারকা ক্যামিওর চরিত্রে অল্প সময়ের জন্যে আবির্ভূত হয়েছেন। কিন্তু দুজন মহাতারকা কোনও প্রজেক্ট নিয়ে একসঙ্গে কাজ করার ভাবনাচিন্তা কখনও করেন না। এর নেপথ্য কারণ নিয়ে এবার মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান। এধরনের ছবি হলে ব্যক্তিগত ভাবে বাদশা খুশি হলেও, এধরনের ছবি অদূর ভবিষ্যতে কোনওদিনই হবে না বলে মনে করেন শাহরুখ। কারণ হিসেবে শাহরুখের মনে হয়েছে, সেধরনের চিত্রনাট্যও নেই, যেখানে সমস্ত সুপারস্টারকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। তবে যদি সেইধরনের চিত্রনাট্য কেউ লিখতে পারেন, তাহলে নিঃসন্দেহে এই তারকারা একসঙ্গে কাজ করবেন। তবে সেই চিত্রনাট্য পরিচালনার দায়িত্বে থাকতে হবে কোনও এক এমন দায়িত্বশীল পরিচালককে যিনি প্রত্যেক সুপারস্টারের থেকে তাঁর সেরাটা বের করে আনবেন। তবে সেটা নিঃসন্দেহে একটা বিগ বাজেট ছবি হবে। শাহরুখের দাবি, তিনি শুনেছেন একাধিক নায়ক নয়, নায়িকাদের নিয়ে ছবি তৈরির ভাবনা রয়েছে বলিউডের বিভিন্ন পরিচালক-প্রযোজককের।