মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। এই চরিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। কী করে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছিলেন ইয়ামি?


ইয়ামির বিশেষ প্রশিক্ষণ


আজ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কথাবার্তায় পরিবর্তন এনেছিলেন। কথা বলার সময় ঠিক কোন শব্দে জোর দিতে হবে তা অভ্যাস করেছিলেন ইয়ামি। অভিষেক বচ্চনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে ওঠার প্রয়োজন ছিল ইয়ামির। তবেই আরও স্পষ্টভাবে ফুটে বেরবে অভিষেকের চরিত্র। কাজেই ইয়ামিকে যথেষ্ট খাটতে হয়েছিল চরিত্রটা নিয়ে। সেইসঙ্গে একজন পুলিশ অফিসারের চরিত্র যাতে তাঁর শরীরী ভাষাতেও বোঝা যায়, সেই চেষ্টাও করেছেন ইয়ামি। ছবিতে তাঁর চরিত্রের নাম হয়েছে জ্যোতি।


গতকাল অর্থাৎ বুধবার মুক্তি পেয়েছে 'দশভি'-র ট্রেলার। দুঁদে রাজনীতিবিদ, কিন্তু পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। যদি পরিস্থিতির বদলে তাঁরই ইচ্ছা হয় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালানোর? ঠিক এমনই একটি গল্প বলবে 'দশভি'। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির অভিনেতা অভিনেত্রীদের লুক শেয়ার করে নিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছিলেন, 'গঙ্গারাম চৌধুরী আমার নাম'। তিনি শেয়ার করে নিয়েছেন নিমরত ও ইয়ামির লুকও। ইয়ামির ছবি শেয়ার করে অভিষেক লেখেন, 'জ্যোতি জী খুব কঠিন, ট্রেলারের আর কিছুটা সময় বাকি।' নিমরত কৌরের ছবি শেয়ার করে অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী নিমরত তাঁর পত্নী। 


আরও পড়ুন:Abhishek Chatterjee Demise: 'তোর বিকল্প হবে না, ভালো থাকিস বন্ধু', অভিষেকের প্রতি প্রসেনজিৎ


এই ছবিতে ইয়ামি গৌতম অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে নিমরত কৌরকে দেখা যাবে এক রাজনীতিকের ভূমিকায়। সিনেমার পরিচালকের থাকছেন আসনে তুষার জালোটা। আর জিও স্টুডিওর সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।