নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান' (Jawan)। অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সকলেই অপেক্ষায় ৭ সেপ্টেম্বরের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং (advance ticket booking)। মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সেই টিকিট। 


অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া পেল 'জওয়ান' 


সপ্তাহ দুয়েকেরও কম সময় বাকি 'জওয়ান' মুক্তি পেতে। অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা। সকলেই অপেক্ষায় ৭ সেপ্টেম্বরের। 


বিদেশে ইতিমধ্যেই 'জওয়ান' ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি জায়গায় প্রবল বিক্রি টিকিটের। ভারতে মুম্বইয়ের কিছু স্থানে অগ্রিম টিকিট বুকিং শুরু করা হয়েছে। আর শুরু হতেই অনুরাগীরা আর সময় নষ্ট করেননি। উল্লেখযোগ্য, ঠাণেতে ১১০০ টাকা দামেরও টিকিট বিক্রি হয়ে যায় নিমেষে। অগ্রিম বুকিং শুরু হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় 'জওয়ান' ছবির। 


অন্যদিকে এই আবহেই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির তৃতীয় গানের টিজার। আগামীকাল মুক্তি পাবে 'নট রামাইয়া ভস্তাভইয়া' গানটি। প্রকাশ্যে এসেছে তাঁর টিজার। বৈভবী মার্চেন্টের দুর্দান্ত কোরিওগ্রাফিতে অনিরুদ্ধের নতুন গান নিয়ে উত্তেজিত কিং খান নিজেও। বাকি গানগুলির মতোই হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে গানটি। 


 






প্রসঙ্গত, দিন কয়েক আগেই খবর মেলে যে সেন্সরের তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে কিং খানের 'জওয়ান'। কিন্তু সেই সঙ্গে নাকি কাঁচি চালানো হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপে। বাদ দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন দৃশ্য ও হিংসার ছবি। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ব্যবহৃত সংলাপ 'অপ্রয়োজনীয়' হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে বলে খবর। মোট ৭টি দৃশ্যে চলেছে কাঁচি। 


আরও পড়ুন: Armaan Malik Engagement: হাঁটু মুড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব গায়ক আরমান মালিকের, পোস্ট করলেন ছবি


এর আগে মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির প্রিভিউ ও দুটি গান, 'জিন্দা বন্দা' ও 'চলেয়া'। বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেগুলি। 'চলেয়া' গানে চেনা রোম্যান্টিক অবতারে দেখা গেল শাহরুখ খানকে, সেই সঙ্গে প্রথমবার তাঁর বিপরীতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial